২০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাই Yahoo-র

Must read

টুইটার, গুগল, মেটা এবং উইপ্রোর পর এবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত ইয়াহু-র (Tech layoffs- Yahoo)। বিশ্বজুড়ে বাড়তে থাকা গণছাঁটাইয়ের আবহে ইয়াহু (Tech layoffs- Yahoo) জানিয়ে দিল, ২০ শতাংশেরও বেশি কর্মীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। তাদের ‘অ্যাড টেক ইউনিট’কে ঢেলে সাজতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংস্থার কর্তারা। এর ফলে ১৬০০-রও বেশি সংখ্যক কর্মী কাজ হারাবেন বলে জানা গিয়েছে।

এভাবে একের পর এক তথ্যপ্রযুক্তি সংস্থায় বড় বড় ছাঁটাইয়ের সিদ্ধান্তে বিশ্বজুড়ে বিপাকে পড়েছেন আইটি কর্মীরা। তথ্য বলছে, এই ক্ষেত্রে গত বছর ৯৭ হাজার ১৭১ জন ছাঁটাই হয়েছেন। এ বছর সেই সংখ্যা আরও বেশি হতে পারে বলেই আশঙ্কা। এই পরিস্থিতিতে অর্থনীতিকরা প্রমাদ গুণছেন। আজ বহুজাতিক প্রযুক্তি সংস্থা থেকে চাকরি যাচ্ছে। কাল সেই সংক্রমণ ঘটবে ঘরোয়া প্রযুক্তি সংস্থাগুলোতেও।

আরও পড়ুন-বিচারপতি শিবজ্ঞানম কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি

জানেন কী কেন মোটা মুনাফা করা প্রযুক্তি সংস্থাগুলিও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিচ্ছে?

প্রতিটি কোম্পানির আর্থিক অবস্থা ও অভ্যন্তরীণ সমীকরণ ভিন্ন। তবে এও ঠিক, মোটের উপর কিছু কারণ ছাতার মতো বিস্তার করে রয়েছে সিলিকন ভ্যালির উপর।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এর একটা কারণ কোভিড। লকডাউনের সময়ে মানুষের জীবনটাই যেন অনলাইন হয়ে গিয়েছিল। পড়াশুনা, কেনাকাটা, চিকিৎসা, পরিষেবার ফি জমা দেওয়া, ব্যাঙ্কিং ইত্যাদি সবই প্রায় অনলাইনে শুরু হয়ে গিয়েছিল। অফিসে যাওয়ার ব্যাপার ছিল না। শনিবার রাতে বাইরে খেতে যাওয়া বা পানশালায় যাওয়ার সুযোগ ছিল না। গেমস পর্যন্ত খেলতে হয়েছে স্ক্রীনে।

 

Latest article