‘স্কুল শিক্ষক ও সহপাঠীরা দায়ী’, আত্মহত্যার আগে সুইসাইড নোটে লিখল নাবালক

Must read

স্কুল শিক্ষকের কাছে দিনের পর দিন হেনস্থার শিকার। শেষে সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল অষ্টম শ্রেণির পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে (Mumbai)। এই ঘটনায় সে অভিযোগ করে গিয়েছে স্কুলের শিক্ষক এবং কয়েকজন সহপাঠীর বিরুদ্ধে। বাণিজ্যনগরীর (Mumbai) কাছে কল্যাণ পূর্বের একটি স্কুলে পড়ত ওই নাবালক। সেখানেই সে প্রায়ই হেনস্থার শিকার হত বলে ‘সুইসাইড নোট’-এ দাবি করেছে। পুলিশ জানিয়েছে, পড়ুয়া আত্মহত্যার জন্য তার শিক্ষক এবং একাধিক সহপাঠীকেই দায়ী করেছে। কিন্তু ঠিক কী ভাবে তাকে হেনস্থা করা হত, এই সব বিষয়ে কিছু জানতে পারেনি পুলিশ।

আরও পড়ুন-আরজি কর ইস্যুতে কলকাতা পুলিশের বার্তা

রবিবার রাতে নিজের ঘর থেকে উদ্ধার হয়েছে ওই পড়ুয়ার মৃতদেহ। ১৩ বছর বয়সি সন্তানের মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তার বাবা-মা। ইতিমধ্যে এই বিষয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের তরফেও এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Latest article