ক্লাসের মধ্যে সহপাঠীর কাঁধে মাথা রেখে মৃত্যু কিশোরীর

তামিলনাড়ুর (TamilNadu) রানিপেত জেলায় চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়েতে একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্রী অদ্ভিতার মর্মান্তিক পরিণতি।

Must read

তামিলনাড়ুর (TamilNadu) রানিপেত জেলায় চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়েতে একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্রী অদ্ভিতার মর্মান্তিক পরিণতি। প্রতিদিনের মত আজ বুধবার সকালে স্কুলে গিয়েছিল সে। সকাল সাড়ে ১১টা নাগাদ ক্লাস চলাকালীন হঠাৎ অজ্ঞান হয়ে যায় সে। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয় না। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত পড়ুয়ার বাবা ভেলোরের সরকারি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক। পুলিশের তরফে খবর, অদ্ভিতা হৃদ্‌রোগের সমস্যায় বেশ কয়েকদিন ধরেই ভুগছিল। চিকিৎসা চলছিল তার। তবে এদিন স্কুলের মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-পূর্ব ভারতে সেরার শিরোপা কলকাতা মেডিক্যালের

কাবেরীপক্কম থানার পুলিশ আপাতত দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তকারীরা ক্লাসরুম এবং স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন । কোনও অস্বাভাবিক ঘটনা ঘটেছে কি না, সেই বিষয়টিও দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত ফুটেজ দেখে অস্বাভাবিক কোনও বিষয় নজরে আসেনি। তবে ১৪ বছরের পড়ুয়ার এভাবে মৃত্যু ঘিরে আশঙ্কা তৈরী হয়েছে। কী ভাবে তার মৃত্যু হল, সেই নিয়ে ধোঁয়াশা আছেই যদিও পরিবারের তরফে কোন অভিযোগ এখনও পর্যন্ত আসেনি।

Latest article