প্রতিবেদন: পৈশাচিক বললেও বোধহয় কম বলা হয়! ভাষায় প্রকাশ করা যায় না, এমন ভাবে নির্যাতনের শিকার হয়েছেন এক কিশোরী, বিজেপি শাসিত ত্রিপুরায়৷ সংশ্লিষ্ট কিশোরীকে যৌন হেনস্থা করার পরে তাঁর গোপনাঙ্গে গরম জল ঢেলে দেওয়া হয়েছে বলেই অভিযোগ উঠেছে৷ নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁর পরিবারের সদস্যদের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যেই দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে৷
আরও পড়ুন-শৌচাগারে বোমার চিঠি! দ্রুত অবতরণ ইন্ডিগোর উড়ানের
আরও উদ্বেগজনক বিষয় হল, অভিযুক্ত দু’জনেই নাবালক৷ এই দু’জনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও দু’জন অভিযুক্তর সন্ধান করা হচ্ছে বলে দাবি জানানো হয়েছে ত্রিপুরা পুলিশের তরফে৷ দু’জন নাবালক অভিযুক্তকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে৷ জানা গিয়েছে, যৌন হেনস্থার সময়ে সংশ্লিষ্ট কিশোরীটি বাধাদান করার কারণেই তাঁর গোপনাঙ্গে ফুটন্ত গরম জল ঢেলে দেয় অভিযুক্তরা, দাবি ত্রিপুরা পুলিশের৷ নির্যাতিতা কিশোরীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ত্রিপুরার শিশু অধিকার রক্ষা কমিশনের সদস্যরা৷ কমিটির চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা জানিয়েছেন, দোষীদের কড়া ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তাঁরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া আইনের মাধ্যমে নারী নির্যাতনে দোষীদের সাজার কথা বললেও দিনের পর দিন বিজেপি শাসিত রাজ্যগুলি থেকেই সব থেকে বেশি নারী নির্যাতনের তথ্য আসছে৷