দিনে দুপুরে নীতীশের রাজ্যে কিশোরীকে অপহরণ

এদিকে জানা গিয়েছে, মেয়েকে ফিরে না পেলে সপরিবারে আত্মহত্যার হুমকি দিয়েছেন মেয়েটির বাবা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Must read

রাত নয়, মঙ্গলবার দিনের বেলায় বাড়ি ফিরছিলেন কিশোরী। কিন্তু বিহারের (Bihar) দ্বারভাঙ্গাতে হঠাৎ এক যুবক বাইকে করে এসে তাঁকে তুলে নিয়ে চলে যান। গোটা ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে জানা গিয়েছে, মেয়েকে ফিরে না পেলে সপরিবারে আত্মহত্যার হুমকি দিয়েছেন মেয়েটির বাবা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-এসএসকেএম হাসপাতালে জরুরি বিভাগে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

পরিবারের তরফে জানা গিয়েছে বাবার দোকান থেকে ফিরছিলেন ওই কিশোরী। হিজবুল রহমান নামে এক যুবক বাইকে করে এসে তাঁকে জোর করে তুলে নিয়ে যায়। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক শিশুর হাত ধরে হেঁটে যাচ্ছে ওই কিশোরী। হঠাৎ একটি বাইক তাদের পাশ দিয়ে চলে যায় কিন্তু আবার ফিরে আসে। বিপদ বুঝে দৌড়ে পালানোর চেষ্টা করেন কিশোরী। কিন্তু তার আগেই তাঁকে ধরে ফেলেন অভিযুক্ত যুবক। কিশোরীকে তুলে বাইকে বসিয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। দেখা গিয়েছে, একা কাঁদতে কাঁদতে দৌড়তে শুরু করে শিশুটি। তরুণীর বাবা রাজেন্দ্র ভগত ঘটনাটি জানতে পেরে আলিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান অভিযুক্ত যুবক বেশ কিছুদিন ধরে তাঁদের হুমকি দিচ্ছিলেন এমনকি মোটা টাকাও চাইছিলেন। তবে মেয়ের সঙ্গে অভিযুক্ত যুবকের কোনও সম্পর্ক ছিল না। তবে রাজেন্দ্র অভিযোগ করেছেন পুলিশকে সব জানানোর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর পরেই মেয়েকে ফিরে না পেলে সপরিবারে আত্মহত্যার হুমকি দেন তিনি।

আরও পড়ুন-ভিডিওর মাধ্যমে এআই ভয়েস ক্লোনিং নিয়ে সাবধানতা কলকাতা পুলিশের, দেওয়া হল হেল্পলাইন নম্বর

প্রসঙ্গত, দ্বারভাঙ্গার এসএসপি জানিয়েছেন ঘটনার গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট এলাকার এসডিপিও-কে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে আসল তথ্য সামনে আসবে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর নীতীশের বিহারে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রকাশ্য দিবালোকে এভাবে অপহরণের ঘটনায় রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ পড়ছে।

Latest article