জনসমক্ষে কীভাবে আচরণ করতে হবে এবং আমাদের সামাজিক আচরণ কেমন হওয়া উচিত, সেই জ্ঞান এখনও বহু মানুষের নেই। পরিবেশ সচেতনতা বাড়ানোর কথা বার বার বলা হলেও রাস্তা বা কোন জনবহুল এলাকা নোংরা করা একপ্রকার অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। এবার গুজরাতের (Gujrat) রাজকোটে রেললাইনের কাছে খেলছিলেন একটি ১৪ বছরের কিশোর। এর মধ্যেই চলন্ত ট্রেন থেকে উড়ে এল জলভর্তি বোতল। এসে লাগল সেই কিশোরের বুকে। ঘটনাস্থলেই মৃত্যু হল ১৪ বছরের বালকের। মৃত বালকের নাম বাদল সন্তোষভাই ঠাকুর। সোমবার রাজকোটের শাপার-ভেরাভাল এলাকায় বাদল এবং তার এক বন্ধু বাড়ির বাগানে খেলছিল। খেলতে খেলতে তারা রেললাইনের ধারে চলে যায়। সেই সময় ওই লাইনে আসছিল ভেরাভাল-বান্দ্রা ট্রেন। দ্রুতগামী সেই ট্রেনের একটি কামরা থেকে এক যাত্রী ভর্তি জলের বোতল রেললাইনের দিকে ছুড়ে দেন। কিন্তু বোতলটি মাটিতে পড়ার বদলে ছিটকে গিয়ে বাদলের বুকে লাগে। তৎক্ষণাৎ জ্ঞান হারায় সে। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন-বেঙ্গালুরু রেলস্টেশনের কাছে ভাইয়ের সামনেই বিহারের মহিলাকে ধ.র্ষণ
প্রসঙ্গত, বাদল তার বাবা-মার একমাত্র সন্তান। সন্তান হারিয়ে কিশোরের মা দিশেহারা হয়ে পড়েছেন। মধ্যপ্রদেশের বাসিন্দা হলেও গত দু’বছর ধরে গুজরাতে ব্যবসা করছিলেন তারা। কিশোরের মৃত্যুতে শাপার পুলিশ একটি মামলা দায়ের করেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আপাতত ময়নাতদন্তের জন্য বাদলের দেহ রাজকোট সিভিল হাসপাতালে পাঠানো হয়।