বাংলাকে বাদ দিয়ে তিস্তা-ফরাক্কা চুক্তি নয়:সংসদে ঋতব্রত

এই প্রসঙ্গে মঙ্গলবার রাজ্যসভায় ঋতব্রতর দাবি, তিস্তা পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী, যার দৈর্ঘ্য ৪১৪ কিলোমিটার৷

Must read

প্রতিবেদন : বাংলাকে বাদ দিয়ে তিস্তা বা ফরাক্কা নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনও জলচুক্তি নয়। রাজ্যসভায় দাঁড়িয়ে স্পষ্ট বলে দিলেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তিস্তার জলবণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনও চুক্তি করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকারের সঙ্গে আলোচনা করতেই হবে মোদি সরকারকে না হলে ভুগতে হবে বলে রাজ্যসভায় দাঁড়িয়ে সাফ জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন-বকেয়া নিয়ে মিথ্যাচার কেন্দ্রের, প্রতিবাদে দল

এই প্রসঙ্গে মঙ্গলবার রাজ্যসভায় ঋতব্রতর দাবি, তিস্তা পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী, যার দৈর্ঘ্য ৪১৪ কিলোমিটার৷ এর আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন বাংলার মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনওভাবেই বাংলাদেশকে তিস্তার জল দেওয়া যাবে না৷ এই বিষয়টি মাথায় রাখতে হবে মোদি সরকারকে— সাফ দাবি জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ এই প্রসঙ্গেই ঋতব্রতর দাবি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইতিমধ্যেই ফরাক্কা ব্যারেজের পরিস্থিতি এবং অনিয়ন্ত্রিত ভাবে জল ছাড়ার কারণে বাংলার বন্যার কথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই ক্ষেত্রে ভারত সরকারের উচিত বাংলাদেশের সঙ্গে তিস্তার জল সম্পাদন নিয়ে এগোনোর আগে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা, জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷

Latest article