সংবাদদাতা, শিলিগুড়ি : বিপর্যয় কাটিয়ে দুধিয়া অঞ্চলে এখন অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি। পর্যটক থেকে শুরু করে সাধারণ যাত্রী— সকলেই ফের মিরিক যাত্রায় বেরিয়েছেন। ফলে শনিবার সকাল থেকেই খুলে দেওয়া হয়েছে দুধিয়া হিউম পাইপ সেতু। বর্তমানে ধীরগতিতেই হলেও স্বাভাবিকভাবে শুরু হয়েছে যান-চলাচল।
টানা বৃষ্টির জেরে যে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছিল, তা আপাতত কেটে গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সতর্কতা এখনও জারি থাকলেও বর্তমানে কোনও আশঙ্কা নেই। শুক্রবার সন্ধ্যা থেকে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল দুধিয়া হিউম পাইপ সেতু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত বালাসন নদীর জলস্তর উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়। রাতভর পরিস্থিতির উপর নজরদারি চালান পূর্ত দফতরের আধিকারিকেরা। কিছু প্রয়োজনীয় যানবাহন সীমিতভাবে চলাচল করলেও সাধারণ যানবাহনের জন্য বন্ধ রাখা হয় সেতু।
আরও পড়ুন- ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২, ঘটে ২৫০০০ লোকের সমাগম

