তালিকায় নেই তেজস্বী, কমিশনকে তুলোধনা

Must read

প্রতিবেদন: শুক্রবার বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরপরেই বিস্ফোরক অভিযোগ করেছেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav)। লালুপুত্রের অভিযোগ, ভোটার তালিকায় তাঁর নাম নেই। নির্বাচন কমিশনকে এই নিয়ে তুলোধোনা করে তাঁর প্রশ্ন, ভোটার লিস্টে নাম না থাকলে তিনি নির্বাচনে লড়াই করবেন কীভাবে? তেজস্বী (Tejashwi Yadav) বলেন, তিনি প্রয়োজনীয় সব নথি দিয়েই বিএলওর কাছে গিয়ে ফর্ম ভরেছিলেন। কিন্তু ইলেক্টোরাল রোলে তাঁর এপিক নম্বরে তাঁর নাম দেখা যাচ্ছে না নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। তাঁর আরও অভিযোগ, কমিশনের প্রকাশিত তালিকায় ভোটারের ঠিকানা, বুথ নম্বর, এপিক নম্বর নেই। এই রকম ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে তিনি জানান। এই অভিযোগ সামনে আসার পর এই পাল্টা তোপ দেগেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। মোদিকে নিশানা করে তিনি বলেন, বিরোধীদের ভোটে লড়তে না দেওয়ার ছক হিসেবেই কেন্দ্র কমিশনকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে। পরে তেজস্বীর নাম রয়েছে এমন একটি নথি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- বন্ডেল গেটে ওষুধ কারখানায় আগুন

Latest article