প্রতিবেদন: দুর্ঘটনার কবলে পড়লেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। শুক্রবার গভীর রাতে বিহারের মধুবনী থেকে পাটনায় ফিরছিলেন লালুপুত্র। সঙ্গে ছিলেন আরজেডি নেতা শক্তি যাদব। রাত দেড়টা নাগাদ মধুবনী-পাটনা হাইওয়ের এক জায়গায় তেজস্বী চা খাচ্ছিলেন। সেসময় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক কনভয়ের শেষের গাড়িতে ধাক্কা মারে। তেজস্বী জানিয়েছেন, তিনি ওই ঘটনাস্থল থেকে মাত্র পাঁচ ফুট দূরে দাঁড়িয়ে ছিলেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তেজস্বীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিহার পুলিশের তিন জওয়ান আহত হয়েছেন। এদিকে শনিবার সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে বিহারের রাজ্য রাজনীতি। তেজস্বীকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ আরজেডি নেতাদের। পাল্টা জবাব দিয়ে বিজেপি ও জেডিইউ গোটা ঘটনাকে ‘ভোটের বাজার গরম করার রাজনীতি’ বলে কটাক্ষ করেছে।
আরও পড়ুন-নীরজের নয়া চ্যালেঞ্জ প্যারিস ডায়মন্ড লিগ
চলতি বছরের শেষদিকে বিহারে বিধানসভা ভোট। তার আগে বিরোধী দলনেতার সঙ্গে যা ঘটেছে তাকে দুর্ঘটনা বলে মানতে নারাজ লালুর দলের কর্মীরা। নির্বাচনী অংকেই তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ লালুপুত্রের। কিন্তু কারা ষড়যন্ত্র করল তা নিয়ে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী খোলসা করে কিছু বলতে চাননি। পাশাপাশি খুনের ষড়যন্ত্রের কথাও তিনি বা সহযাত্রীরা কেউ পুলিশকে জানাননি বলেই খবর। ইতিমধ্যেই পুলিশ ট্রাক চালককে
গ্রেফতার করেছে।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…