তেলেঙ্গানার ইঞ্জিনিয়ারিং ছাত্রকে ক্রিকেট ব্যাট দিয়ে খুন প্রেমিকার পরিবারের

জানা গিয়েছে, অনেকদিন ধরেই দুজনের সম্পর্কের বিরুদ্ধে ছিল তরুণীর পরিবার। কিন্তু হঠাৎ বিয়ের কথা বলতে ডেকে পাঠান তাঁরা।

Must read

তেলঙ্গানার (Telangana) সাঙ্গারেড্ডি জেলায় ভয়ানক ঘটনা! বিয়ের কথা বলতে প্রেমিকার পরিবারের ডাক পেলেন দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্র জ্যোতি শ্রবণ সাই। কিন্তু অভিযোগ, সেখানেই তাঁকে নির্মমভাবে খুন করা হয়েছে। তরুণীর পরিবার ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে মেরেছেন ২০ বছরের এই তরুণকে।

আরও পড়ুন-প্রেমের সম্পর্ক থাকলেও যৌনতায় নাবালিকার সম্মতি গ্রাহ্য নয়

জানা গিয়েছে, অনেকদিন ধরেই দুজনের সম্পর্কের বিরুদ্ধে ছিল তরুণীর পরিবার। কিন্তু হঠাৎ বিয়ের কথা বলতে ডেকে পাঠান তাঁরা। খুশি হয়েই সেখানে পৌঁছে যান তিনি। কিন্তু সবটাই যে পরিকল্পিত সেটা তিনি বুঝতে পারেননি। তিনি সেন্ট পিটার্স ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত বছর থেকে তিনি কুতবুল্লাপুরে ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশ সূত্রে খবর, ১৯ বছরের সৃজার সঙ্গে বেশ কয়েক মাস ধরে সম্পর্কে ছিলেন তিনি। সৃজার বাড়ির আপত্তি ছিল এই সম্পর্কে। আগেও বহুবার তাঁকে সতর্ক করা হয়েছিল। কিন্তু ঘটনার দিন সৃজার মা-বাবা বিয়ের কথা বলার নাম করে তাঁকে বাড়িতে ডেকে পাঠান। কিন্তু আচমকা হামলা শুরু হয় তাঁর ওপর। পুলিশ জানিয়েছে সৃজার মা-সহ পরিবারের কয়েকজন ক্রিকেট ব্যাট দিয়ে ছেলেটিকে মারেন এবং তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পাঁজরেও চোট লাগে যার ফলে তাঁর মৃত্যু হয়। দ্রুত কুকাটপল্লির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন-”আমাকে আজকে প্রমাণ করতে হবে, আমি নাগরিক কিনা?” কেন এনুমারেশন ফর্ম ফিলআপ করেননি মুখ্যমন্ত্রী

এই ঘটনার প্রেক্ষিতে আমিনপুর থানায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ক্রিকেট ব্যাট, সংগ্রহ করা হয়েছে নমুনা। আপাতত দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সৃজা ঘটনার সময় কোথায় ছিলেন এবং তিনি কী বলছেন সেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Latest article