টানা বৃষ্টিতে তেলেঙ্গানা একাধিক জায়গায় জমেছে জল। তার মাঝেই এমন ভয়াবহ দৃশ্য ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। মহাবুবনগর জেলায় আটকে পড়েছে একটি বেসরকারি স্কুলের বাস (Telangana School Bus)। সদ্য ট্যুইটারে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জমা জলে বাসের অর্ধেক ডুবে গিয়েছে, হুহু করে জল ঢুকছে বাসের ভিতরে। বাসে থাকা ছাত্র-ছাত্রীরা যথেষ্ট আতঙ্কিত।
আরও পড়ুন: গুলিবিদ্ধ হয়ে প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে
গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত তেলেঙ্গানা। তুমুল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি হায়দরাবাদের তেলেঙ্গানায়। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে জমা জলে প্রায় অর্ধেক ডুবে গেছে একটি বেসরকারি স্কুলের বাস (Telangana School Bus)। প্রায় ৩০ জন পড়ুয়া নিয়ে বাসটি যাচ্ছিল। এভাবে হঠাৎ করে বাস ডুবে যাওয়ায় ভয়ে চিৎকার শুরু করেন পড়ুয়ারা। বাচ্চাদের চিৎকার শুনেই স্থানীয়রা তড়িঘড়ি ছুটে আসেন। অত্যন্ত তৎপরতার সঙ্গে পড়ুয়াদের উদ্ধার করা হয়। পরবর্তীতে ট্র্যাক্টরের সাহায্যে বাসটিকে জমা জল থেকে বাইরে নিয়ে আসা হয়। ঘটনার জন্য বাস-চালকের গাফিলতিকেই দায়ী করছেন অভিভাবকেরা।