প্রতিবেদন : প্রায় বিরোধীশূন্য লোকসভায় বুধবার দণ্ডসংহিতা বিলের মতোই পাশ হয়ে গেল নতুন টেলিকম বিল (Telecom bill)। দুটি বিল নিয়েই বিরোধীদের প্রচুর আপত্তি ছিল। তাই গণহারে বিরোধী সাংসদদের সাসপেন্ড করে বিতর্ক এড়িয়ে তড়িঘড়ি দণ্ডসংহিতার মতোই টেলিকম বিল (Telecom bill) পাশ করিয়ে নিল মোদি সরকার। গত সোমবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং টেলিযোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোবের পেশ করা বিলটি ধ্বনিভোটেই পাশ হয়ে যায় সংসদের নিম্নকক্ষে। এরপর রাজ্যসভায় পাশ হয়ে রাষ্ট্রপতির ছাড়পত্র মিললে এটি আইনে পরিণত হবে।