উত্তুরে হাওয়ার দাপট ফের কমল তাপমাত্রা

Must read

আজ, মঙ্গলবার সকালেও কুয়াশার চাদরে মুখ ঢাকল তিলোত্তমা (Kolkata)। সেইসঙ্গে কনকনে উত্তুরে হাওয়ায় ফের কমল তাপমাত্রার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।

এদিকে বড়দিনের আগে বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে সাময়িকভাবে বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। সেইকারণেই তাপমাত্রা খানিকটা বেড়েছিল। তবে মঙ্গলবার থেকে ফের কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন তাপমাত্রা খানিকটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতে ঠান্ডায় জবুথুবু বঙ্গবাসী। পশ্চিমের জেলাগুলিতে বেলা পর্যন্ত আকাশ কুয়াশাচ্ছন্ন থাকছে। উত্তরবঙ্গেও কনকনে শীত রয়েছে।

আরও পড়ুন-অতৃপ্ত আত্মারা এদের ভুল পথে পরিচালিত করছে

আলিপুর আবহাওয়া অফতর সূত্রে খবর, মঙ্গলবার শহরের (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সপ্তাহান্তে তাপমাত্রার পারদ আরও কমবে বলে জানান গেছে।

Latest article