২০’র নিচে নামল পারদ

শনিবার সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশার দেখা মিলছে। আগামী ৭ দিন একই রকম চলবে রাজ্যের আবহাওয়া।

Must read

প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে শীতের আমেজ। শনিবার মরশুমে প্রথমবার কুড়ির নিচে নামল শহর কলকাতার তাপমাত্রা। এদিন ভোরে উনিশের ঘরে নেমে যায় কলকাতার পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পতন দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য বলছে, শনিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে কয়েক দিন ধরেই ১৪-১৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে পারদ। পুরুলিয়ার পারদ নেমেছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে।

আরও পড়ুন-পিএম কিষাণের টাকা জঙ্গিদের হাতে

তবে পুরোপুরি শীত আসতে এখনও ঢের দেরি, বলছে হাওয়া অফিস। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই জাঁকিয়ে শীত অনুভব করতে পারবে বঙ্গবাসী, এমনই পূর্বাভাস দিয়েছে তাঁরা। উত্তরের দুই জেলায় সকাল থেকেই দেখা রয়েছে ঘন কুয়াশার দাপট। মালদা এবং উত্তর দিনাজপুরেও তাই। শনিবারের পাশাপাশি রবিবারও বিহার-সংলগ্ন এই দুই জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকছে। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে। দক্ষিণের চার জেলায় মাঝারি কুয়াশা দেখা যাবে। শনিবার সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশার দেখা মিলছে। আগামী ৭ দিন একই রকম চলবে রাজ্যের আবহাওয়া।

Latest article