ছাড়াতে পারে ৪৫ ডিগ্রি

সোমবার পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না।

Must read

প্রতিবেদন : মার্চেই তাপমাত্রা পৌঁছচ্ছে ৪০-এর দোরগোড়ায়। বসন্তেই পুড়ছে গোটা বাংলা (WestBengal)। এর মধ্যেই জারি হয়েছে তাপপ্রবাহ। এবার কলকাতায় ৪৫ ডিগ্রি হতে পারে তাপমাত্রা। সোমবার পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না।

আরও পড়ুন- সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলা শুরু নেতৃত্বের, জেলায় জেলায় কমিটি তৈরির প্রস্তুতি

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২০ তারিখ দক্ষিণের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও ২২ মার্চ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি বেশি।

Latest article