অস্বস্তিকর গরমে (Summer) নাজেহাল সাধারণ মানুষ। গরমে অসুস্থ হয়ে পড়ছে বহু মানুষ। তবে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরমেরই দাপট থাকবে। গত কয়েক দিনে বৃষ্টির দেখা মেলেনি। কাঠফাটা রোদে টেকা দায় হয়ে উঠেছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে পরিস্থিতির তেমন বদল হওয়ার সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। শনিবার পর্যন্ত ভিজবে না শহর। আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পেতে পারে এই ক’দিন। তবে হাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা ছত্তিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি বাংলাদেশেও একটা ঘূর্ণাবর্ত রয়েছে। যার দ্বারা উত্তর-পশ্চিম বায়ু ঢুকছে রাজ্যে (West Bengal- Summer)। তাই আগামী ৫ দিনে দু’-একটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরের কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে। দক্ষিণের কিছু জেলাতে ছিটেফোঁটা বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টির যেমন সম্ভাবনা কম, তেমনই তাপপ্রবাহেরও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট কমতে শুরু করবে। আর অন্যদিকে দাপিয়ে বাড়তে থাকবে তাপমাত্রা।
আরও পড়ুন: কুস্তিগিরদের গুলি করার হুমকি দিলেন প্রাক্তন আইপিএস