প্রতিবেদন : মিলেছে পূর্বাভাস। শুরু হয়েছে ঝড়বৃষ্টি। আগামী কয়েকদিন চলবে দুর্যোগ। বঙ্গোপসাগর থেকে পশ্চিমাঞ্চলে নিম্নচাপের ফলেই এই বৃষ্টি। শুক্রবার বেলা বাড়তেই কলকাতার আকাশ ঢেকে যায় মেঘে। টিপটিপ করে বৃষ্টিও হয়। তবে দুই ২৪ পরগনায় প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বীরভূম-সহ দক্ষিণের একাধিক জেলাতেই এদিন ভালই বৃষ্টি হয়েছে। উত্তরের বেশ কিছু জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন-আজ থেকে কলকাতায় নতুন পার্কিং ফি চালু
৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এদিকে পুরুলিয়া জেলা জুড়ে বৃহস্পতিবার থেকে হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। সকাল থেকেই দেখা যাচ্ছে মেঘলা আকাশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিক থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে দেখা যায় পুরুলিয়া শহরে। তা ছাড়া জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী বেশ কিছুদিন এ ভাবেই চলবে বৃষ্টিপাত। ফলে অনেকটাই কমেছে গরম।