প্রতিবেদন : শীতের আমেজ কাটতে না কাটতেই ফের বৃষ্টির ভ্রুকুটি। বুধবার আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ বৃহস্পতিবার থেকে উত্তরের পার্বত্য এলাকায় ফের বৃষ্টির সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও। শুক্রবার তুষারপাতের সম্ভাবনা আরও বেশি। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের মতো জেলায়।
আরও পড়ুন-দশমের ফাইনাল, নয়া নিয়ম সিবিএসইর
হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে রবিবার পর্যন্ত তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে আরও বাড়বে তাপমাত্রা। মার্চ মাসের শুরুতে কলকাতার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসও ছুঁয়ে ফেলতে পারে। উত্তরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা ও বেলা বাড়লে পরিষ্কার আকাশ দেখা যাবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা একই থাকবে। সপ্তাহের শেষদিকে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।