পৌষের শীতের (Winter)হাড় কাঁপানো অনুভূতি মাঘের প্রথম সকালেও টের পাওয়া যাচ্ছে। তবে ভোরের দিকে হাওয়া একটু কম হওয়ায় ঠান্ডার দাপট থাকলেও ‘ফিল লাইক টেম্পারেচার’ অনেকটাই কম অনুভূত হচ্ছে। তার সঙ্গে দোসর আবার কুয়াশা। উইকেন্ডে জাঁকিয়ে শীত থাকবে। উত্তর-পশ্চিম থেকে ক্রমাগত শীতল হাওয়া ঢুকছে।হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে সোমবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা প্রায় নেই।
আরও পড়ুন-কেন্দুলির মকর সংক্রান্তি মেলা, পুণ্যস্নান মানুষের ঢল
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)জানিয়েছে রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকছে। সকালের কুয়াশা বেলা বাড়তেই আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় ঘন কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে। সামান্য কমে কলকাতা তাপমাত্রা আজ ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া। কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরের ৫ জেলায় কুয়াশা বাড়বে উইকন্ডে।

