প্রতিবেদন: রণক্লান্ত গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে রাজি যুযুধান দুই পক্ষ। শিশুদের সময়মতো পোলিও টিকা না দিলে এক বিকলাঙ্গ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বিশ্ব, এই আশঙ্কায় টিকাকরণের স্বার্থে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইজরায়েল। এই বিষয়টি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি সম্পর্কে হু-এর এক আধিকারিক জানান, গাজাকে তিন বা চারটি অঞ্চলে ভাগ করে শিশুদের পোলিও টিকাকরণের কাজ চলবে। নির্দিষ্ট সময়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই উদ্দেশ্যে। টিকার কাজ চলার সময় দিনের একটি নির্দিষ্ট সময় পারস্পরিক হামলা বন্ধ করতে সম্মত হয়েছে ইজরায়েলি সেনা ও প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাস। তবে যুদ্ধবিরতি হবে খুবই স্বল্পমেয়াদে, মাত্র তিন-চার দিনের জন্য। যদিও গোটা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি হামাস বা ইজরায়েল কোনও পক্ষই।
আরও পড়ুন-আইন ভাঙার পাশাপাশি কাজে গাফিলতি, ৯৩ চিকিৎসককে শোকজ স্বাস্থ্য দফতরের
এই প্রসঙ্গে হু-এর তরফে জানানো হয়েছে, প্রথমে পোলিও টিকা দেওয়া হবে মধ্য গাজার শিশুদের। এরপর দক্ষিণ গাজা এবং একেবারে শেষে উত্তর গাজায়। যখন যে অঞ্চলে টিকাকরণ চলবে তখন সেখানে তিন-চারদিনের জন্য সকাল ৬টা থেকে দুপুর ৩টে পর্যন্ত যুদ্ধবিরতি জারি থাকবে। এই সময়ের মধ্যে কোনও পক্ষই আক্রমণ চালাবে না বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম শীর্ষকর্তা রিক পিপারকর্ন।