নির্মাণকাজ শেষ খুলছে দুধিয়ায় অস্থায়ী সেতু, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ স্থানীয়দের

কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিরিক-শিলিগুড়ির মাঝে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দুধিয়া সেতুর কাজ দ্রুত শেষ করে ছন্দে ফিরবে উত্তর।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিরিক-শিলিগুড়ির মাঝে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দুধিয়া সেতুর কাজ দ্রুত শেষ করে ছন্দে ফিরবে উত্তর। সেই কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। খুশি পাহাড়বাসী-সহ শিলিগুড়ি। সম্প্রতি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছিল উত্তরের বিস্তীর্ণ এলাকা। পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ধস নেমেছিল একাধিক এলাকায়, হড়পা বানে বিধ্বস্ত হয়েছিল দুধিয়া সেতু। পরিদর্শনে এসে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, খুব শীঘ্রই হবে বালাসন নদীর ওপর ভেঙে পড়া সেতুর বিকল্প অস্থায়ী সেতু। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয় হিউম পাইপ দিয়ে সেতু নির্মাণের কাজ। ১৫ দিনের মধ্যেই নতুন অস্থায়ী সেতুর কাজ শেষ হয়েছে। কথা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-দক্ষিণ দিনাজপুরে ছয়ে ৬ পাবে তৃণমূল : চন্দ্রিমা

খুশি এলাকার স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক মহল। এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ৪ অক্টোবরের তুমুল বৃষ্টির জেরে হড়পা বানে বালাসন নদীর উপর ভেঙে পড়ে দুধিয়া সেতুর তিন নম্বর পিলার, দার্জিলিং-মিরিক-সহ শিলিগুড়ির সাথে বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা। তবে মুখ্যমন্ত্রী তাঁর কথা রেখেছেন। ১৫ দিনের মধ্যে নতুন করে বেইলি ব্রিজ তৈরি করে দেওয়ার জন্য নতুন করে আবারও শুরু হতে চলেছে মিরিক-শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা। যার জন্য খুশি এলাকার বাসিন্দারা। পাশাপাশি বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ার কারণে স্বস্তি ফিরেছে পর্যটকদের, জানালেন গাড়ি চালক সুকদেন শেরপা। দুধিয়া ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা লিলি গুরুং জানান, দিদির ওপর ভরসা ছিল, দিদির আশ্বাসে নতুন করে ঘর সাজানোর চেষ্টা করেছি। দিদি বাড়ি করে দিয়েছেন, আমাদের কাছে দিদি দেবতা। প্রসঙ্গত, বিধ্বস্ত উত্তরের পাহাড় থেকে সমতল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে বালাসন নদীর উপর সেতু ভেঙে যাওয়ার কারণে। তার জন্য বিপুল সংখ্যক পর্যটক মিরিক কিংবা দার্জিলিংয়ে যেতে পারেননি।
অন্যদিকে দার্জিলিং থেকে মুখ ফেরানো পর্যটকদের জন্য ভেঙে পড়েছিল পর্যটন পরিকাঠামো! হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানিয়েছেন, পুজোর মরশুমে উত্তরের প্রাকৃতিক বিপর্যয় অনেকটাই চিন্তায় ফেলেছিল রাজ্য পর্যটন দফতরকে, তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, খুব শীঘ্রই নতুন করে অস্থায়ী সেতু তৈরি করা হবে। তিনি কথা রেখেছেন, ১৫ দিনের মধ্যেই কাজ সম্পন্ন করে। চলতি সপ্তাহেই ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ফের ছন্দে ফিরছে পর্যটন।

Latest article