সংবাদদাতা, শিলিগুড়ি : উত্তরবঙ্গের উন্নয়নের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে পুর পরিষেবাকে আধুনিক করার পাশাপাশি পর্যটন থেকে শুরু করে উত্তরবঙ্গ জুডে় উন্নয়নযজ্ঞের ডাক দিয়েছন তিনি। এরপর বুধবারই ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এল শিল্প সম্মেলনে। বুধবার শিলিগুড়িতে বিশ্ববাংলা শিল্প হাটে হয়ে গেল উত্তরবঙ্গ শিল্প সম্মেলন। মূলত উত্তরবঙ্গের আট জেলার শিল্প ক্ষেত্রে উন্নয়নের পরিধি তৈরি করতেই এই শিল্প সম্মেলন। শিল্প সম্মেলনের শেষে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কার্শিয়াং প্রশাসনিক বৈঠক এসে শিল্পে সম্মেলন করার কথা বলেছিলেন। পরেই সিআইআই এই শিল্প সম্মেলনের আয়োজন করেছে। উত্তরবঙ্গের মোট ৪০০ শিল্পপতি শিল্প সম্মেলনে যোগ দিয়েছেন। উত্তরবঙ্গের ৮ জেলার জেলাশাসকেরাও উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন যে শিল্পক্ষেত্রে ঋণ প্রদানের বিষয়ে আলোচনা হয়। ফুড প্রসেসিং থেকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, পর্যটনের প্রসারসহ নানা বিষয়ে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। রাজ্য সরকার শিল্পপতিদের সবরকম সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
আরও পড়ুন – ভুল বকছে বারাকপুরের সাংসদ
উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শিল্পপতিরা এদিন উপস্থিত ছিলেন শিল্প সম্মেলনে। সম্মেলনের শুরুতেই রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিল্প সম্মেলনের সূচনা করেন। ছিলেন সিআইআইয়ের প্রেসিডেন্ট সঞ্জয় টিব্রুয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সচিবরা। উত্তরবঙ্গের পর্যটন শিল্প, পশুপালন ক্ষুদ্র ও মাঝারি শিল্প-সহ বেশ কয়েকটি ক্ষেত্রে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দেন শিল্পপতিরা। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ১০ হাজার কোটি টাকার শিল্প স্থাপন হতে চলেছে। এর মধ্যে পর্যটনের প্রসারে উত্তরবঙ্গে ৩৫৪টি হোমস্টে তৈরি করার জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে। যার জন্য ১৫৬ কোটি টাকা বরাদ্দ করা হবে। আগামী তিন বছরের মধ্যে এই হোমস্টের কাজ সম্পন্ন করা হবে। উত্তরবঙ্গের ৮টি জেলার বিভিন্ন জায়গায় ৫৮০ একর জমির উপরে আঠারোটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করতে ২২১০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। এদিনের শিল্প সম্মেলনে কোচবিহার বিমানবন্দরসহ মালদহ ও বালুরঘাটের এয়ারপোর্ট চালু করার আলোচনা হয়। উত্তরবঙ্গে এই শিল্প স্থাপনের জন্য ৭১ হাজার জনের কর্মসংস্থানের সুযোগ হবে বলে জানা গিয়েছে।
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…