মেলবোর্ন : নোভাক জকোভিচের (Tennis Player Novak Djokovic) জন্য খুশির খবর। আগামী বছরের অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ছাড়পত্র প্রায় পেয়েই গেলেন তিনি! তবে এর জন্য অস্ট্রেলীয় সরকারের কাছে লিখিতভাবে আবেদন জানাতে হবে ২১টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকাকে।
আরও পড়ুন-বড়িশাকে সমীহ ডায়মন্ড হারবারের
করোনার টিকা না নেওয়ার জন্য চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন খেলার ছাড়পত্র পাননি জকোভিচ (Tennis Player Novak Djokovic)। অস্ট্রেলিয়ার মাটি থেকে একপ্রকার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল তাঁকে। শুধু তাই নয়, তিন বছরের জন্য অস্ট্রেলিয়াতে প্রবেশের নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল তাঁর উপরে। তবে এই পরিস্থিতিতে নাটকীয় বদল হয়েছে। গত মে মাসে অস্ট্রেলিয়াতে ক্ষমতায় এসেছে নতুন সরকার। ক্ষমতায় এসেই এই সরকার নতুন অভিবাসন নীতি চালু করেছে।
আরও পড়ুন-ইংল্যান্ডের কাছে হেরে মাঠ নিয়ে ক্ষুব্ধ হরমন
এমনকী, জকোভিচের উপরে যে তিন বছরের নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার নতুন অভিবাসন মন্ত্রী অ্যান্ড্রু জাইসল নিজেই এই খবর জানিয়েছেন। অবশ্য তার জন্য জকোভিচকে অস্ট্রেলীয় সরকারের কাছে আবেদন করতে হবে। তবে তা নেহাতই আনুষ্ঠানিকতা বলেই জানিয়েছেন জাইসল। প্রসঙ্গত, পরিস্থিতি যা-ই হোক না কেন করোনার টিকা নেবেন না। নিজের এই সিদ্ধান্তে অনড় জকোভিচ। এর ফলে শুধু অস্ট্রেলিয়ান ওপেনই নন, ইউএস ওপেনে খেলারও ছাড়পত্র পাননি তিনি। ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে গেলেও, উইম্বলডনে চ্যাম্পিয়ন হন।