কিডনি নিয়ে উদ্বেগ

পৃথিবীতে সবচেয়ে বেশি কিডনি রোগী ভারতেই। প্রতি ১১ জনের মধ্যে ১ জনের কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দেশে।

Must read

আশঙ্কাজনক হলেও সত্যি। পৃথিবীতে সবচেয়ে বেশি কিডনি রোগী ভারতেই। প্রতি ১১ জনের মধ্যে ১ জনের কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দেশে। সবচেয়ে উদ্বেগের বিষয়, শরীরে কিডনির রোগ বাসা বাঁধে একেবারে নিঃশব্দে। যখন উপসর্গ দেখা যায় তখন হয়তো ৭০ শতাংশ ক্ষতি হয়ে গিয়েছে কিডনির।

আরও পড়ুন-চাই ১০১ রান, হাতে ৮ উইকেট ইডেনে জয়ের দরজায় বাংলা

বৃহস্পতিবার এই জরুরি তথ্যগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হল বিধাননগরের এক অনুষ্ঠানে। নেফ্রোকেয়ারের উদ্যোগে কিডনি সুরক্ষায় জনচেতনা জাগাতে এদিন এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল। এই ‘ওয়াকথন’এ অংশ নেন প্রায় ২০০ জন। ছিলেন বেশ কয়েকজন বিশিষ্ট মানুষও। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানেই কিডনির সুরক্ষার পথ দেখান বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাঃ প্রতিম সেনগুপ্ত।

Latest article