ইডি অধিকর্তার মেয়াদ মামলা

সঞ্জয় মিশ্রের মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ আদালতের রায় অগ্রাহ্য করেই তাঁর মেয়াদ আরও এক বছর বৃদ্ধির কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

Must read

নয়াদিল্লি : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অধিকর্তা সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ বৃদ্ধি চ্যালেঞ্জ করে আবেদন বিবেচনা করতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট। গত এপ্রিলে ইডি অধিকর্তা সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ বৃদ্ধিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখেল। এবার সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন আইন ২০২১-কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন কংগ্রেসের জয়া ঠাকুর। ইডি অধিকর্তার মেয়াদ ৫ বছর পর্যন্ত বৃদ্ধি করার কথা বলা হয়েছে এই আইনে।

আরও পড়ুন-বাঙালি তরুণীকে গুরুগ্রামে ধর্ষণ

প্রধান বিচারপতি এন ভি রামানা এবং বিচারপতি কৃষ্ণা মুরারি এবং হিমা কোহলির বেঞ্চ বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। গত বছরের নভেম্বরে ইডি অধিকর্তা সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ আরও এক বছর বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার। মামলার আবেদনে কেন্দ্রীয় সরকারের সেই নির্দেশিকাকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে। মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২১-এর সেপ্টেম্বরে শীর্ষ আদালত জানিয়ে দেয়, সঞ্জয় মিশ্রের মেয়াদ আর বৃদ্ধি করা যাবে না। তারপরেও কীভাবে সঞ্জয় মিশ্রের মেয়াদ বৃদ্ধি করা হল, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মামলায়। উল্লেখ্য, ২০২১-এর ১৬ নভেম্বর ইডি অধিকর্তা সঞ্জয় মিশ্রের মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ আদালতের রায় অগ্রাহ্য করেই তাঁর মেয়াদ আরও এক বছর বৃদ্ধির কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

Latest article