শুক্রবার সকালে একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান ধূপগুড়ি (Dhupguri) থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ঠিক উল্টো দিক থেকে আরেকটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে ধূপগুড়ির (Dhupguri) দিকে আসছিল। ঠিক স্টেশন সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে শিলিগুড়ির দিক থেকে আসা পিকআপ ভ্যানটি ধাক্কা মারে মুরগি বোঝাই গাড়িতে। গাড়িটি উল্টে যায়। ভিতরেই আটকে যান চালক ও তাঁর সঙ্গী। বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান। কিন্তু এমনভাবে গাড়ির সামনের অংশ বিপর্যস্ত ছিল, যে তাঁদেরকে বার করে আনা খুব একটা সহজসাধ্য ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। দীর্ঘক্ষণ ধরে চলে চেষ্টা। সাধারণ ভাবে গাড়ির ভাঙা দরজা দিয়ে তাঁদের বার করে আনা সম্ভব হয় না। পরে গ্যাস কাটার দিয়ে দরজা ও গাড়ির সামনের অংশ কেটে তাঁদেরকে বার করে আনা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ধূপগুড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন – ক্রমশই বাড়ছে সিলিন্ডার চুরি, মাথায় হাত ডেলিভারিম্যানদের
এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমাদের চোখের সামনেই ঘটনাটা ঘটল। দূর থেকেই দেখছিলাম গাড়িটা দ্রুত গতিতে আসছে। এমনিতেই ভোরেরদিকে কুয়াশাচ্ছন্ন থাকায় দৃশ্যমানতা কম থাকে। তারওপর গতি যদি নিয়ন্ত্রণে না থাকে, এমনই দুর্ঘটনা ঘটতে পারে। সেটাই হল। হুঁশ করে গাড়িটা সামনে চলে আসায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। একেবারে মুখোমুখি সংঘর্ষ। গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে যায়।” ধূপগুড়ি থেকে শিলিগুড়িগামী এশিয়ান হাইওয়ে ৪৮ দুর্ঘটনা ঘটায়, বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। পরে ট্রাফিক পুলিশ ধীরে ধীরে পরিস্থিতি সামলায়। পরে এলাকায় যান নিয়ন্ত্রণে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণের চেষ্টায় গাড়িতে আটকে থাকা আহতদের উদ্ধার করে, নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে নিয়ে যাওয়া হয় থানায়। আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।