আজ, মঙ্গলবার সকালে তীব্র ভূমিকম্প তিব্বতে (Tibet)। প্রথম কম্পনটি অনুভূত হয় সকাল ৬টা ৩৫ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। তার কিছুক্ষণের মধ্যেই কেঁপে ওঠে শিজ়াং। দ্বিতীয় কম্পনটি হয় সকাল ৭টা ২মিনিটে যার তীব্রতা ছিল ৪.৭। তৃতীয় কম্পন অনুভূত হয় সকাল ৭টা ৭মিনিটে। তৃতীয় কম্পনের মাত্রা ছিল ৪.৯। জানা গিয়েছে, প্রথম দু’টি ভূমিকম্প হয়েছে মাটি থেকে ১০কিলোমিটার গভীরে। তৃতীয়টি ৩০ কিলোমিটার গভীরে। ছ’মিনিট পরে যে কম্পন অনুভূত হয় তার তীব্রতা ছিল ৫।
আরও পড়ুন-ব্রেইলের ছোঁয়ায় জ্যোতির্গময়
মঙ্গলবার সকালে নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে এই ভূমিকম্পের ফলে দিল্লি, বিহার এবং ভারত-নেপাল সীমান্তবর্তী অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। ভুটান এবং চিনের কিছু অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছে। অন্যদিকে কলকাতা, উত্তরবঙ্গ, সিকিম, অসমের কিছু অঞ্চলেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে।
আরও পড়ুন-পড়ুয়াদের পথ নিরাপত্তার পাঠ
ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও এখনও পর্যন্ত কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর, তিব্বতের একটি শহর শিগাতসে শহরে ৬.৮ তীব্রতার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের ফলে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে কম্পনের পর আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন এলাকাবাসীরা।