ভয়াবহ ভাঙন সামশেরগঞ্জে, তৎপর প্রশাসন

সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম জানিয়েছেন, ধুলিয়ান পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড থেকে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছে।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : আচমকা ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের (Mursidabad) সামশেরগঞ্জ। সোমবার সকাল থেকে শুরু হওয়া গঙ্গা ভাঙনে শিবপুর গ্রামের প্রায় একশো ফুট এলাকা নদীগর্ভে তলিয়ে গিয়েছে। চোখের নিমেষে ভাঙনের গ্রাসে নিশ্চিহ্ন হয়ে গিয়েছেকমপক্ষে ১০টি বাড়ি।
ভাঙন আরও বাড়ার আশঙ্কায় গ্রামের নদী তীরবর্তী এলাকার প্রচুর বাসিন্দা বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছেন। জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য নিরাপদ শিবিরে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই গঙ্গায় জলস্তর বৃদ্ধি পাচ্ছিল। সোমবার সকালে হঠাৎই দেখা যায় নদীর তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। বাসিন্দাদের আশঙ্কা, যে দ্রুততার সঙ্গে গঙ্গা লোকালয়ের দিকে এগিয়ে আসছে তাতে সন্ধের মধ্যে ৫০-৬০টি বাড়ি নদীগর্ভে তলিয়ে যেতে পারে। সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম জানিয়েছেন, ধুলিয়ান পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড থেকে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন-সন্দেশখালির উন্নয়ন খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে যাচ্ছে প্রতিনিধি দল

শিবপুরের ভাঙন প্রতিরোধের কাজের টেন্ডার হয়ে গেলেও লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় তা শুরু করা যায়নি। জলস্তর একটু কমলেই ওই এলাকায় ভাঙন রোধের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। বিডিও সুজিত লোধ বলেন, নদীর ধারে যাঁদের বাড়ি তলিয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে, প্রশাসনের তরফে তাঁদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য খাবার এবং জলের ব্যবস্থা করা হয়েছে।

Latest article