শীতের ভোরে আজ, শনিবার কুয়াশার মধ্যেই হঠাৎ আগুন লাগে একটি গোডাউনে (Godown)। ঘুমের রেশ কাটার আগেই শোনা যায় শুধু আর্তনাত। ধূপগুড়ি (Dhupguri) হরিমন্দির এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের পাশে একটি গোডাউনে শনিবার ভোররাতে হঠাৎ করেই আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দা ও প্রাতঃভ্রমণকারীরা কয়েকজন প্রথমে আগুন দেখতে পান।
আরও পড়ুন-যুবদের হতাশ করেছে বিজেপি, তোপ তৃণমূলের
ভোররাতে এই দৃশ্য দেখে খবর দেওয়া হয় দমকলে। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুনের লেলিহান শিখা খুব তাড়াতাড়ি গ্রাস করতে থাকে গোডাউনটি। ঘিঞ্জি এলাকা হওয়ার ফলে বড় বিপদের আশঙ্কা এড়িয়ে যাওয়া যায় না। পরিস্থিতি ভয়ানক দেখে স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে।বালতি, গামলা করে জল নেভানোর চেষ্টা করতে থাকেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন-গঙ্গা-আরতি শুরু সাগরমেলায়, তদারকিতে রাজ্যের দুই মন্ত্রী স্নেহাশিস ও বঙ্কিম
কী থেকে আগুন লাগল, তা এখনও জানা যায় নি। গোডাউন কর্তৃপক্ষ এই নিয়ে কিছু জানায় নি। ক্ষতক্ষতির পরিমাণও অজানা। দমকল কর্মীদের কাজে প্রথমে সমস্যা হয়, কারণ এলাকার কাছাকাছি কোনও জলাশয় নেই। জলের সন্ধান করতেই অনেকটা দেরি হয়ে যায়।