ভস্মীভূত ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বাংলো

সূত্রের খবর, আজ, মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ হলং বাংলোতে আগুন লাগে। বাংলোয় সবগুলি ঘর ব্যাপক পরিমানে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Must read

ভয়াবহ আগুন জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলোতে (Halong Bunglow)। ডুয়ার্স যাওয়া মানেই পর্যটকদের অন্যতম আকর্ষণ ছিল হলংয়ের এই বাংলো। দেশ-বিদেশের পর্যটকদের পছন্দের জায়গা ছিল এই বাংলো। হলং বাংলোর বুকিংয়ের চাহিদা সারা বছর মারাত্মক। আজ, মঙ্গলবার রাতে হঠাৎ আগুন লাগে সেই বাংলোয়। নিমেষের মধ্যেই জ্বলে ওঠে গোটা বাংলো। আগুনের লেলিহান শিখা ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। বর্ষার মরশুমে জলদাপাড়া জাতীয় উদ্যান আপাতত বন্ধ রয়েছে পর্যটকদের জন্য। ফলে হলং বাংলোয় কোনও পর্যটক ছিলেন না।

আরও পড়ুন-মন্ত্রীর উদ্যোগ, খরচ কমছে বাংলা সিনেমার ডিজিটাল প্রোজেকশনের

সূত্রের খবর, আজ, মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ হলং বাংলোতে আগুন লাগে। বাংলোয় সবগুলি ঘর ব্যাপক পরিমানে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটক নেই তাই জাতীয় উদ্যান বন্ধ বলেই বড় অঘটন এড়ানো গিয়েছে। কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল, সে নিয়ে যদিও এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের ফলেই এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন-কয়লাবোঝাই মালগাড়িতে আগুন বেলদায়, গার্ডের তৎপরতায় রক্ষা

হলং বাংলোর কাছেই বন আধিকারিক ও বনকর্মীদের কোয়ার্টার। তারপরেও কীভাবে এত বড় অগ্নিকাণ্ড ঘটল, সে নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। ২০১৪ সালে অভয়ারণ্য থেকে জাতীয় উদ্যানের তকমা পেয়েছিল জলদাপাড়া। সময়ের সঙ্গে হলং বাংলোর জনপ্রিয়তা অনেকাংশেই বেড়েছে। তবে আপাতত সেই হলং বাংলো বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত।

Latest article