যোগীরাজ্যে হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ১০ সদ্যোজাত

প্রাথমিকভাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ও ওয়ার্ডের কাঁচ ভেঙে রোগীদের উদ্ধার করা শুরু করেন। খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছয় হাসপাতালে।

Must read

শুক্রবার রাতে উত্তর প্রদেশের (Uttar Pradesh) ঝাঁসির (Jhansi) মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে ভয়াবহ দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। হাসপাতালে আগুন লেগে মৃত্যু হয় ১০ সদ্যোজাতর। শর্ট সার্কিটের ফলেই হাসপাতালে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মৃতের সংখ্যা ক্রমশ বাড়তে পারে। সূত্রের খবর, এই মেডিক্যাল কলেজের নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) শুক্রবার রাতে আগুন লাগে। ধোঁয়ায় কালো হয়ে যায় চারদিক। প্রাণে বাঁচতে হুড়োহুড়ি শুরু হয়। প্রাথমিকভাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ও ওয়ার্ডের কাঁচ ভেঙে রোগীদের উদ্ধার করা শুরু করেন। খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছয় হাসপাতালে।

আরও পড়ুন-স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল ৪ কিশোর

হাসপাতালের ওয়ার্ডের কর্মীদের তরফে খবর, রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ হঠাৎ এই আগুন লাগে। শিশুদের দুটি ইউনিটের মধ্যে একটিতে আগুন ধরে যায়। ৩৭টি শিশুকে নিরাপদে বের করে আনা সম্ভব হলেও ১০ জনকে প্রাণে বাঁচানো যায় নি। এনআইসিইউ-র সামনের দিকে যে সকল শিশু ছিল, তাদের বের করে আনা সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে একটি কমিটি গড়া হয়েছে।

আরও পড়ুন-২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ৪৮তম বইমেলা

এভাবে শিশুমৃত্যুর ফলে অরাজকতার সৃষ্টি হয় হাসপাতাল চত্বর জুড়ে। মহারানী লক্ষ্মী বাই মেডিকেল কলেজ বা এমএলবিএমসি বা এমএলবি মেডিকেল কলেজ হল ভারতের উত্তর প্রদেশের ঝাঁসিতে অবস্থিত একটি রাষ্ট্র-চালিত মেডিকেল কলেজ এবং উত্তর প্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের বৃহত্তম সরকারি হাসপাতালগুলির মধ্যে অন্যতম। সেখানেই প্রশ্ন উঠছে যেখানে শিশুদের প্রাণ সেখানে নিরাপত্তা বা রক্ষনাবেক্ষণ আরও জোরদার নয় কেন। রাজ্যের নিষ্ক্রিয়তার ফলে আজ হাসপাতাল জুড়ে শোকের হাওয়া, মৃত সদ্যোজাতদের পরিজনদের উদভ্রান্তের মতো ছোটাছুটি, যা একেবারেই কাম্য নয়।

Latest article