ফের অশান্ত স্বর্গরাজ্য। রবিবার রিয়াসি জেলায় একটি মন্দির থেকে ফেরার পথে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার (Terrorist attack) ঘটনা নিয়ে চাঞ্চল্য দেশজুড়ে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন দু’জন। শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের এই বাসটি। সেই সময়ে হঠাৎ হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কিছুক্ষনের মধ্যেই ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। উদ্ধারকাজ শুরু হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেই এই মুহূর্তে মনে করছে পুলিশ।
আরও পড়ুন-জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, মৃত ১
সূত্রের খবর, সন্ত্রাসবাদীদের একটি দল রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে এখনও। তারাই এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হামলাকারীদের সন্ধানে ওই এলাকাগুলিতে অভিযান চালানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জঙ্গিদের গুলিতে তীর্থযাত্রীদের অনেকেই গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন-ভয়ানক ঘটনা, মুম্বইয়ের একই রানওয়েতে উঠছে ও নামছে প্লেন
যদিও ভোটের আবহেও জম্মু-কাশ্মীরে জঙ্গি হানা হয়েছিল। গত ১৯ মে দুটি জায়গায় গুলি চলেছিল। শোপিয়ানের হুরপোরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন এক নেতা। এছাড়া দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলিতে জখম হয়েছিলেন এক পর্যটক দম্পতি। আজ নরেন্দ্র মোদীর শপথগ্রহণের দিনেই এমন এক ঘটনা কাঙ্খিত নয়।