প্রতিবেদন: ভারতে ইলন মাস্কের সংস্থা টেসলার গাড়ি কারখানা তৈরির সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক মার্কিন সফরে এনিয়ে একপ্রস্থ কথা হয়েছে মোদি-মাস্কের। কিন্তু টেসলা কর্তার এই সিদ্ধান্তে খুশি নন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, মাস্কের এই নীতি আমেরিকার জন্য ভাল হবে না। তাই তিনি টেসলা-কর্তার সিদ্ধান্তে সহমত নন।
আরও পড়ুন-২০২৩-এ পুরসভায় ভাঙচুর-গুন্ডামিতে নেতৃত্ব দিয়েছিলেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সবরকমের সাহায্য করেছিলেন ধনকুবের ইলন মাস্ক। মার্কিন কূটনৈতিক মহলের মতে, মাস্ক প্রত্যক্ষভাবে সাহায্য করায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনে জয় সহজ হয়েছে। ক্ষমতায় ফিরে মাস্ককে নিজের প্রশাসনে গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে নিয়োগ করেছেন ট্রাম্প। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই ভারতে টেসলার কারখানা তৈরির সম্ভাবনা নিয়ে যেরকম নেতিবাচক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট, তা তাৎপর্যপূর্ণ। গত সপ্তাহে মোদির মার্কিন সফরের সময়ে ভারতের উচ্চ আমদানি শুল্কের প্রসঙ্গটি তুলেছিলেন ট্রাম্প। অচলাবস্থা কাটাতে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ব্যাপারেও দুই দেশ সম্মত হয়েছে। ট্রাম্পের দাবি, ভারতের শুল্কনীতি এতটাই কঠিন যে, সেখানে গাড়ি বিক্রি কার্যত অসম্ভব। টেসলা এখনও ভারতে গাড়ি উৎপাদন শুরু করেনি। তবে সংস্থাটি ইতিমধ্যেই দিল্লি ও মুম্বইয়ে দুটি শোরুমের জন্য জায়গা চিহ্নিত করেছে এবং ১৩টি মাঝারি স্তরের পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে ট্রাম্পের মন্তব্যের পর তাঁর ঘনিষ্ঠ ইলন মাস্ক টেসলা ইস্যুতে কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।