দিমিত্রিয়সকে ছাড়াই পরীক্ষা ইস্টবেঙ্গলের

তবে ডেঙ্গি থেকে সেরে উঠে দু’দিন পুরোদমে অনুশীলন করে বৃহস্পতিবার দলের সঙ্গেই জামশেদপুর গিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার সাউল।

Must read

প্রতিবেদন : স্বস্তি দিয়েছেন সাউল ক্রেসপো, অস্বস্তি বাড়িয়েছেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। চোট সারিয়ে ফিট না হওয়ায় দিমিকে ছাড়াই ইস্পাত নগরীতে খালিদ জামিলের জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে গেল ইস্টবেঙ্গল। তবে ডেঙ্গি থেকে সেরে উঠে দু’দিন পুরোদমে অনুশীলন করে বৃহস্পতিবার দলের সঙ্গেই জামশেদপুর গিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার সাউল। তাঁকে প্রথম একাদশে রেখেই দল সাজাতে চান অন্তর্বর্তী কোচ বিনো জর্জ। কার্লেস কুয়াদ্রাত দায়িত্ব ছাড়ার পর বিনোর অধীনে আইএসএলে প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। এই ম্যাচের ফলের দিকে তাকিয়ে লাল-হলুদ সমর্থক থেকে ক্লাব ম্যানেজমেন্ট।

আরও পড়ুন-বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ, সিদ্ধান্ত ১৪ অক্টোবর

দিমিত্রিয়স ছাড়া মহম্মদ রাকিপও চোটের কারণে দলের সঙ্গে জামশেদপুর যাননি। তবে প্রভাত লাকরা গিয়েছেন। সাইড ব্যাকে তিনি খেলতে পারেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে। বুধবার অনুশীলনে হালকা চোট পেলেও হীরা মণ্ডল দলের সঙ্গে গিয়েছেন। উইং ব্যাক সমস্যায় হীরাকে স্কোয়াডে নিয়েছেন বিনো। বৃহস্পতিবার সকালে অনুশীলন করে ট্রেন সফর করে জামশেদপুর পৌঁছয় দল। অন্তর্বর্তী কোচ বিনো বললেন, ‘‘কার্লেস কুয়াদ্রাত ভিত গড়ে দিয়েছেন। একটা জয় আমাদের ছন্দ ফিরিয়ে দেবে। আমার কাজ, ছেলেদের উজ্জীবিত করে তাদের কাছ থেকে সেরাটা বের করে আনা।’’ নতুন বিদেশি হেড কোচ এখনও চূড়ান্ত করতে পারেনি ক্লাব। আলবার্তো রোকা ও অস্কার ব্রুজোনই এখন লাল-হলুদ ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় সবার আগে।

Latest article