প্রতিবেদন : আই লিগ টু-এ রবিবার প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে ডায়মন্ড হারবার এফসি। বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে কিবু ভিকুনার দলের ম্যাচ বাগিচা শহরেই। শনিবার বিকেলেই বেঙ্গালুরু রওনা হন নরহরি শ্রেষ্ঠারা।
পরপর দুই ম্যাচ ড্র করার পর কেরলের স্যাট তিরুর বিরুদ্ধে বড় জয় পেয়েছে ডায়মন্ড হারবার। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চানমারি এফসি। তবে বেঙ্গালুরুর ডেরায় নামার আগে দলে চোট ও কার্ড সমস্যাই ভাবাচ্ছে ডায়মন্ড হারবারকে। যে কারণে জবি জাস্টিন, সুপ্রদীপ হাজরা, মোহিত মিত্তল ও বিক্রিমজিৎ সিংয়ের মতো চার গুরুত্বপূর্ণ ফুটবলারকে এই ম্যাচে পাবেন না কোচ কিবু।
আরও পড়ুন-সেই মুম্বইয়ে আটকাল মোহনবাগান
ডায়মন্ড হারবার কোচের সহকারী দেবরাজ চট্টোপাধ্যায় জানালেন, বিকল্প যাঁরা রয়েছেন তাঁদের উপর ভরসা রাখছে দল। তিনি বলেন, ‘‘জবি, সুপ্রদীপদের না থাকাটা অবশ্যই ধাক্কা। ওরা গুরুত্বপূর্ণ ফুটবলার। তবে আমরা এগারোজনই খেলব। আমাদের রিজার্ভ বেঞ্চে যথেষ্ট যোগ্য ফুটবলার রয়েছে। তাই তাদের পরিবর্ত হিসেবে যারা খেলবে, আশা করি হতাশ করবে না।’’ জবির জায়গায় অ্যালিস্টার শুরু করতে পারেন গিরিক খোসলার সঙ্গে। রক্ষণে বিক্রমজিতের জায়গায় খেলতে পারেন সুনীল বেঞ্জামিন। সুপ্রদীপের পরিবর্ত হতে পারেন অজিত।
বেঙ্গালুরু ৬ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে। পয়েন্ট তালিকায় রয়েছে পাঁচ নম্বরে। তবে বেঙ্গালুরু ইউনাইটেডকে প্রচণ্ড সমীহ করছে ডায়মন্ড হারবার শিবির। সহকারী কোচ দেবরাজ বললেন, ‘‘আই লিগ টু-এ সব দলই শক্তিশালী। শক্তির তারতম্য খুব কম। বেঙ্গালুরুর আক্রমণভাগ এবং মাঝমাঠ বেশ ভাল। আমাদের সতর্ক থাকতে হবে। চ্যাম্পিয়ন হতে গেলে যে কোনও প্রতিপক্ষকেই সমীহ করতে হয়। সব দলেরই শক্তি, দুর্বলতা থাকে। সেগুলো মাথায় রেখেই পরিকল্পনা করতে হয়। আমরা তৈরি হয়েই মাঠে নামব।’’