লর্ডসে টেস্ট ফাইনাল জুনে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবারও ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। তবে গত দু’বারের মতো ওভালে নয়, এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে।

Must read

দুবাই, ৩ সেপ্টেম্বর : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবারও ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। তবে গত দু’বারের মতো ওভালে নয়, এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে। ভেনু ছাড়াও ফাইনালের দিনক্ষণও ঘোষণা করেছে আইসিসি। আগামী বছর ১১ জুন থেকে খেলা শুরু। ফাইনালের পঞ্চম তথা শেষ দিন ১৫ জুন। ১৬ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে।

আরও পড়ুন-জেলাশাসকের কড়া হুঁশিয়ারির পর উন্নয়ন-খাতে চলতি সপ্তাহে খরচ ৭০ শতাংশ, রাজ্যে এক নম্বরে পৌঁছে গেল নদিয়া

রোহিত শর্মা, গৌতম গম্ভীররা সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন, কেন প্রতিবারই ইংল্যান্ডের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে? আইসিসি অবশ্য দেশ বদলের দাবি মানেনি। সংস্থার সিইও জিওফ অ্যালার্ডিস বলেছেন, ‘‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকে। যে দু’টি দেশ ফাইনাল খেলে, তাদের বাইরে অন্য দেশের সমর্থকরাও ফাইনাল দেখতে আসেন। আশা করি, এবারও একই ছবি দেখা যাবে।’’

Latest article