চিন্নাস্বামীতে আজ শুরু টেস্ট, বৃষ্টিতে বাতিল প্র্যাকটিস

বুধবার সকাল সাড়ে ন’টায় টেস্ট শুরু। তার আগে মঙ্গলবার ফিজিওর টেবলেই ঘাড়ের ব্যথার শুশ্রূষা করতে হল শুভমনকে।

Must read

বেঙ্গালুরু, ১৫ অক্টোবর : আকাশ জুড়ে নিকষ কালো মেঘ, সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি। সিরিজের প্রথম টেস্ট শুরুর ২৪ ঘণ্টা আগে প্রবল বৃষ্টিতে চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলনে নামতে পারেনি ভারতীয় দল। একই পরিস্থিতির শিকার নিউজিল্যান্ডও। হোটেলে হালকা জিম সেশনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। টেস্টের পাঁচদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার টেস্টের প্রথম দিন ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। দ্বিতীয় দিনও তাই। তৃতীয় থেকে পঞ্চম দিন বৃষ্টির দাপট কম থাকলেও আবহাওয়া প্রতিকূল থাকবে বলেই খবর। আবহাওয়া নিয়ে অস্বস্তির মধ্যেই ভারতীয় শিবিরে চিন্তা বাড়িয়েছেন শুভমন গিল। ঘাড়ের চোটের কারণে তরুণ ব্যাটারের খেলা নিয়ে অনিশ্চয়তা।

আরও পড়ুন-রাজ্যজুড়ে বিজয়া সম্মিলনী পালন করবে তৃণমূল কংগ্রেস

বুধবার সকাল সাড়ে ন’টায় টেস্ট শুরু। তার আগে মঙ্গলবার ফিজিওর টেবলেই ঘাড়ের ব্যথার শুশ্রূষা করতে হল শুভমনকে। টপ অর্ডারে তিন নম্বরে গুরুত্বপূর্ণ ব্যাটার তিনি। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে শুভমনকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও তরুণ ব্যাটারের চোটের উন্নতি হয়নি। মঙ্গলবার দেখা যায়, ঘাড় এবং কাঁধে বিশেষ ধরনের স্ট্র্যাপ লাগিয়ে রেখেছেন শুভমন। তাঁকে নিয়ে টিম ম্যানেজমেন্ট তাড়াহুড়ো করতে চায় না। বুধবার ম্যাচের দিন সকাল পর্যন্ত দেখে শুভমনের খেলা নিয়ে সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট। একান্তই গিল না খেলতে পারলে পরিবর্ত হতে পারেন সরফরাজ খান। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারেও বদল হবে। সরফরাজকে মিডল অর্ডারে নামিয়ে তিনে খেলানো হতে পারে কেএল রাহুলকে।
আবহাওয়ার কারণে প্রথম একাদশ নিয়েও ধন্দে অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের আগের দিন তিনি বললেন, ‘‘সবকিছুই নির্ভর করছে পরিস্থিতির উপর। বৃষ্টি হওয়ায় পিচ ঢাকা ছিল। আমরা সকালে ম্যাচ শুরুর আগে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। তিন পেসার নাকি দুই পেসারে খেলব, স্পিনার ক’জন খেলাব, কোনটা আমাদের সেরা একাদশ হতে পারে, সব বিকল্প খোলা রাখছি আমরা।’’ তিন পেসার খেলালে জসপ্রীত বুমরার সঙ্গে আকাশ দীপ ও মহম্মদ সিরাজ নিশ্চিত। কিন্তু তিন স্পিনারে গেলে সিরাজের জায়গায় কুলদীপ যাদব বা অক্ষর প্যাটেল খেলতে পারেন অশ্বিন ও জাদেজার পাশে।

আরও পড়ুন-রবিবারের পর বদল আবহাওয়ার পূর্বাভাস

কানপুরে দু’দিন হাতে পেয়েই নাজমুল শান্তদের শান্ত করে দিয়েছিল ভারত। রোহিত সেই প্রসঙ্গ টেনে বললেন, ‘‘ওখানে দু’দিন হাতে পাওয়ার পর ঠিক করি, জয়ের জন্য ঝাঁপাব। এখানে কী হবে জানি না। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। তখন আমাদের খেলার ধরনও বদলাবে।’’
শ্রীলঙ্কার বিরুদ্ধে শোচনীয়ভাবে সিরিজ হারায় ভারতের মুখোমুখি হওয়ার আগে চাপে রয়েছে নিউজিল্যান্ড। একেই চোটের কারণে নেই অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন। তার উপর হাঁটুর চোটে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন কিউয়ি পেসার বেন সিয়ার্স। তাঁর পরিবর্ত হিসেবে আনক্যাপড জ্যাকব ডাফিকে উড়িয়ে আনছে নিউজিল্যান্ড। প্রথম টেস্টে অবশ্য তাঁর খেলার সম্ভাবনা নেই। তিন পেসার টিম সাউদি, ম্যাট হেনরি, উইল ও’রুরকির সঙ্গে স্পিন বোলিংয়ে কিউয়িদের ভরসা হতে পারেন মিচেল স্যান্টনার,
এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, মাইকেল ব্রেসওয়েলরা।

Latest article