প্রতিবেদন : আইপিএলের উদ্বোধনী ম্যাচের দিনেই ভেসে এল সুখবর। দীর্ঘ ৬ বছর পর ফের টেস্ট ক্রিকেট ফিরতে চলেছে ইডেন গার্ডেন্সে! পুজোর পরেই ইডেনের ২২ গজে লাল বলের ফরম্যাটে দেখা যাবে রোহিত কোহলি, বিরাট কোহলিদের।
অক্টোবরের প্রথম সপ্তাহে ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের আসর বসবে মোহালিতে। দ্বিতীয় টেস্টের ভেনু ইডেন। ১০ থেকে ১৪ অক্টোবর চলবে এই টেস্ট ম্যাচ। প্রসঙ্গত, ইডেনে শেষবার কোনও টেস্ট ম্যাচের আসর বসেছিল সেই ২০১৯ সালে। সেবার ভারত বনাম বাংলাদেশের মধ্যে হয়েছিল গোলাপি বলের দিন-রাতের টেস্ট ম্যাচ। সেই টেস্টে সেঞ্চুরি করেছিলেন বিরাট। ভারত জিতেছিল ইনিংস ও ৪৬ রানে।
আরও পড়ুন-সুনীলের ফেরা নিয়ে দুই মেরুতে বাইচুং-বিজয়ন
নভেম্বরে আবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। প্রথম টেস্ট দিল্লিতে। দ্বিতীয় টেস্ট ২২-২৬ নভেম্বর গুয়াহাটিতে। এই প্রথমবার গুয়াহাটিতে বসতে চলেছে কোনও টেস্ট ম্যাচের আসর। এরপর প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। ৩০ নভেম্বর প্রথম ম্যাচ রাঁচিতে। এরপর ৩ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর পরের দুটো ম্যাচ যথাক্রমে রায়পুর এবং ভাইজাগে। এরপর রয়েছে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। এই ম্যাচগুলো হবে যথাক্রমে ৯, ১১, ১৪, ১৭ ও ১৯ ডিসেম্বর। ভেনু যথাক্রমে কটক, নাগপুর, ধরমশালা, লখনউ ও আমেদাবাদ।