সংবাদদাতা, বর্ধমান : রাজ্য জুড়ে চলছে ২০২৩-এর টেট পরীক্ষা, রবিবার। পশ্চিম ও পূর্ব দুই বর্ধমান জেলাতেও টেট পরীক্ষার্থীদের বেশ কয়েকটি সেন্টারে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছিল জেলা প্রশাসন। আসানসোলের গার্লস কলেজে রবিবার সকালে পরীক্ষার্থীদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। এবারের জেলায় টেট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩ হাজার ৩৩৭ জন বলে জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে। ২০২৩-এ টেট পরীক্ষার্থী থেকে অভিভাবকরা প্রত্যেকেই আশাবাদী, ২০২৩-এর টেট উত্তীর্ণরা চাকরি পাবেন। পরীক্ষার হলে ঢোকার আগে পরীক্ষার্থীদের মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট ও জুয়েলারি সামগ্রী ইত্যাদি বাইরে রেখে, হলে প্রবেশ করতে দেওয়া হয়।
জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য বলেন, রবিবার টেট পরীক্ষা খুব সুন্দরভাবে হয়েছে। যাঁরা এই পরীক্ষা-ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেককেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এদিন জেলার ৩২টি কেন্দ্রে ১২,৭৩৯ জন পরীক্ষায় বসেন। তবে সমাজমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে একটি গুজব ছড়িয়ে পড়ে। জেলা প্রাথমিক পর্ষদ জানিয়েছে, যে পদ্ধতিতে পরীক্ষার্থীদের ভিতরে ঢুকতে হয়েছে, তাতে পরীক্ষা চলাকালীন কেন্দ্র থেকে প্রশ্ন সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া সহজ নয়।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…