প্রতিবেদন : এবার থেকে প্রতিবছর সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ভাবে শিক্ষক নিয়োগের টেট (TET-Guide) পরীক্ষা নেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষার স্বচ্ছতা বজায়ের অঙ্গীকার রাখতে প্রকাশ করা হল পুঙ্খানুপুঙ্খ গাইডলাইন। টেট পরীক্ষা নেওয়া হবে ১১ ডিসেম্বর। তার আগে, পরীক্ষাপর্বে কোনও দুর্নীতি বা অনিয়মের সম্ভাবনা অঙ্কুরে বিনাশ করতেই এই কড়া নীতিমালা প্রস্তুত করা হয়েছে। বুধবার জারি করা হয়েছে টেট পরীক্ষার গাইডলাইন (TET-Guide)। প্রশ্নের ধাঁচের পাশাপশি পরীক্ষার হলে প্রবেশ করার সময় কী কী মাথায় রাখতে হবে, তার উল্লেখ রয়েছে এই বিজ্ঞপ্তিতে।
আবেদন কীভাবে : আবেদন জমা করতে হবে ৩ নভেম্বরের মধ্যে। অনলাইনে আবেদন করার শেষ দিনও ওই ৩ নভেম্বর। ১১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা।
মডেল প্রশ্ন : এক বিজ্ঞপ্তিতে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি থেকে ৩০টি, প্রথম ভাষা থেকে ৩০টি, দ্বিতীয় ভাষা থেকে ৩০টি, অঙ্ক থেকে ৩০টি এবং পরিবেশবিদ্যা থেকে ৩০টি করে প্রশ্ন থাকবে। পাশাপাশি এই পাঁচটি বিষয়ের সিলেবাসে কী কী থাকবে, সেটাও বিস্তারিতভাবে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৫০ নম্বরের এই পরীক্ষায় ১৫০টি প্রশ্নের উত্তর দিতে হবে। থাকবে না কোনও নেগেটিভ নম্বর। বাংলা-ইংরেজি ভাষায় পরীক্ষা। ৬০%-এর বেশি নম্বর পেলে প্রার্থীরা টেট উত্তীর্ণ বলে বিবেচিত হবেন। সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে ৫% ছাড়া। সব ক্যাটেগরির ক্ষেত্রেই টেট সার্টিফিকেটের মেয়াদ সারা জীবন। একজন প্রার্থী যতবার খুশি পরীক্ষা দিতে পারবেন। আরও ভাল স্কোর করার জন্য ২০২২-এর টেট উত্তীর্ণ প্রার্থী ফের পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আরও পড়ুন-নিট-এ এগিয়ে রাজ্যের পড়ুয়ারা
কী কী মাথায় রাখতে হবে পরীক্ষার্থীদের?
১. ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে পরীক্ষার হলে।
২. রোল নম্বর মিলিয়ে জায়গা খুঁজে নিতে হবে প্রার্থীদের। অন্য জায়গায় বসলে কড়া ব্যবস্থা।
৩. পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টা আগে পরীক্ষার হলে পৌঁছতে হবে প্রার্থীদের। পরীক্ষা শুরু হয়ে গেলে প্রার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না।
৪. কোনও লেখা বা ছাপানো কাগজ, পেনসিল বাক্স, প্লাস্টিকের পাউচ, ক্যালকুলেটর, স্কেল, নোট প্যাড, পেন ড্রাইভ, রবার, ইলেকট্রনিক পেন, স্ক্যানার, কাড বোর্ড নিয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা।
৫. সঙ্গে রাখা যাবে না মোবাইল ফোন, ব্লু টুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার বা হেল্থ ব্যান্ড।
৬. ক্যামেরা, সানগ্লাস, হাতের ব্যাগ, সোনার গয়না নিয়ে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকছে।
৭. ইনভিজিলেটরের অনুমতি ছাড়া পরীক্ষা শেষ হওয়ার আগে কোনও প্রার্থী হল থেকে বেরতে পারবেন না।
৮. হলে বসে ধূমপান করা বা তামাক চিবনো যাবে না।
৯. পরীক্ষা চলাকালীন কোনও পানীয়, খাদ্য, চা বা কফি ভিতরে নিয়ে প্রবেশ করা যাবে না।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…