প্রতিবেদন : আগামী ৬ মাসের মধ্যেই হবে টিচার এলিজিবিটি টেস্ট বা টেট (TET)। সোমবার এমনটাই জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্য সরকার নিয়োগ দিতে চাইলেও বিরোধীদের চক্রান্তে ও আইনি জটিলতায় আটকে রয়েছে টেটের নিয়োগ। ২০২২ সালে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৭ লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল দেড় লক্ষ। ২০২৩ সালেও ২ লক্ষ ৭২ হাজার পরীক্ষা দিয়েছিল। কিন্তু আইনি জটিলতায় উত্তীর্ণদের এখনও নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। আর সেই কারণেই চলতি বছর হচ্ছে না টেট পরীক্ষা। প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, আগে উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হবে। তারপর পুনরায় নতুন করে পরীক্ষা নেওয়া হবে। পর্ষদ সভাপতির কথায়, ২০২২ সালে ক্ষমতায় আসার পর আমার মূল উদ্দেশ্য ছিল প্রত্যেক বছর টেট গ্রহণ করা। পরপর দু’বছর আমরা তা করেছি। কিন্তু দু’বছরে যাঁরা উত্তীর্ণ হয়েছেন, বিভিন্ন আইনি জটিলতার কারণে তাঁদের নিয়োগই এখনও শুরু হয়নি। ২০২২ এবং ২০২৩ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট হয়। নিয়ম মেনে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। এ বিষয়ে পর্ষদ সভাপতি বলেন, ছ’মাসের মধ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট (TET) অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন- আমরা-তোমরা নয়, উৎসব সবার, দুর্গাপুজো শান্তিতে কেটেছে প্রশাসনকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর