সিলেট, ১২ অক্টোবর : বৃহস্পতিবার মেয়েদের এশিয়া কাপের সেমিফাইনালে (Assia Cup Semi final) মাঠে নামছেন হরমনপ্রীত কৌরা। প্রতিপক্ষ থাইল্যান্ড। যাদের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ৯ উইকেটে হারিয়েছিল ভারত। সেদিন তিন ভারতীয় স্পিনার স্নেহ রানা, দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড়ের দাপটে মাত্র ৩৭ রানে গুটিয়ে গিয়েছিলেন থাই মেয়েরা। ৮৪ বল হাতে রেখে ম্যাচ জিতেছিল ভারত।
তবে সেমিফাইনালে (Assia Cup Semi final) মাঠে নামার আগে থাইল্যান্ডকে রীতিমতো গুরুত্ব দিচ্ছে ভারতীয় শিবির। ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা সাফ জানিয়ে দিচ্ছেন, থাইল্যান্ড যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। একটা ম্যাচ যে কোনও দলের খারাপ যেতেই পারে। তাই কোনও পরীক্ষা-নিরীক্ষা না করে পূর্ণশক্তির দল নিয়েই বৃহস্পতিবার মাঠে নামছে ভারত। অধিনায়ক হরমনপ্রীত ছ’টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে খেলেছেন। যদিও সেমিফাইনালে তিনি দলে ফিরছেন।
আরও পড়ুন-আইসিসিতে যাওয়ার সম্ভাবনাও কার্যত নেই, কী করবেন সৌরভ, বিকল্প নিয়ে জল্পনা
ভারতীয় দলের বড় সুবিধে পাকিস্তান ম্যাচে হার বাদ দিলে গোটা দলই ছন্দে রয়েছে। জেমাইমা রডরিগেজ, স্মৃতি মান্ধানা, সাভিনেনি মেঘনারা রান পাচ্ছেন। ফর্মে ফিরেছেন শেফালি ভার্মাও। বোলাররাও উইকেট নিচ্ছেন নিয়মিতভাবে। সব মিলিয়ে ফেভারিট হিসেবেই মাঠে নামছেন হরমনপ্রীতরা। অন্যদিকে, ভারতের কাছে বিধ্বস্ত হলেও এবারের টুর্নামেন্টে থাইল্যান্ড কিন্তু জায়ান্ট কিলার। পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহির মতো দলকে হারিয়ে চমক দিয়েছে। এদিকে, বৃহস্পতিবারই দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে শ্রীলঙ্কার।