দিঘায় জগন্নাথধাম স্থাপনে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

রাজ্য জুড়ে উন্নয়নের পাশাপাশি এতবড় মন্দির স্থাপনের প্রধান কারিগর হিসেবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাল পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট।

Must read

প্রতিবেদন : সৈকতশহর দিঘায় (Digha) উদ্বোধনের জন্য প্রস্তুত জগন্নাথ মন্দির (Jagannath Temple)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঐকান্তিক ইচ্ছা ও তৎপরতায় তৈরি হয়েছে এই জগন্নাথধাম। রাজ্য জুড়ে উন্নয়নের পাশাপাশি এতবড় মন্দির স্থাপনের প্রধান কারিগর হিসেবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাল পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট।

আরও পড়ুন-ব্যর্থতা মেনেই মুখরক্ষায় মরিয়া কেন্দ্র

শুক্রবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে সংগঠনের সভাপতি তথা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, স্বাধীনতার পর বাংলা অনেক মুখ্যমন্ত্রী পেয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা করে দেখিয়েছেন, তা আর কেউ পারেননি। এত কম সময়ে বিপুল আয়োজনে দিঘায় জগন্নাথ মন্দির স্থাপনের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান রাজীব।

Latest article