সেই সেলফি, মাঠে তারকারা, কুৎসা শুধু বাংলাকে

Must read

প্রতিবেদন : মুম্বইয়ে মেসি (Lionel Messi)। সেই সেলফির জন্য হুটোপাটি, ফিল্মি তারকাদের এনে পরপর ছবি তোলার হিড়িক। কিন্তু কুৎসার সময় বাংলা। গোদি মিডিয়ার দৌলতে এখন সামাজিক মাধ্যম থেকে সংবাদমাধ্যম— অধিকাংশই অভ্যস্ত বিজেপির লেজুড়বৃত্তিতে। মাঠে মেসি। তার মাঝেই দেখা গেল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী তাঁর পাশে ঘুরঘুর করছেন। কারণ কী? তিনি যে মুখ্যমন্ত্রীর স্ত্রী। তাই আর কারও সুযোগ হোক বা না হোক, মেসির সঙ্গে তিনি সেলফি তুলবেন। একবার পছন্দ না হলে বারবার। তাতে মেসি অসন্তুষ্ট হলেন কি না যায়-আসে না মুখ্যমন্ত্রীর স্ত্রীর। এমনকী স্মৃতিতে রেখে দেওয়ার জন্য দৌড়ে এসে মেসির (Lionel Messi) সঙ্গে ছবি তুললেন মুখ্যমন্ত্রীও। আর যুক্তিহীন আক্রমণের মুখে পড়তে হয় বাংলার মন্ত্রীকে। যিনি আমন্ত্রিত হয়েই মাঠে ছিলেন। মাঠে শুভশ্রী কেন? মাঠে আরও কয়েকজন তারকা কেন? প্রশ্ন হল, ওয়াংখেড়ে স্টেডিয়ামেও দেখা গেল অজয় দেবগন, টাইগার শ্রফ-সহ মুম্বইয়ের বেশ কিছু ফিল্মি তারকাকে। তাহলে তাঁরা কী করছিলেন? মেসির ফুটবলের সঙ্গে তাঁদের কী সম্পর্ক? সব শেষে যে কথাটি বলতে হয়, যুবভারতীতে মেসিকে ঘিরে ছিলেন সিআইএসএফ, সেনা-সহ কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে ছিল মেসির নিরাপত্তারক্ষীরাও। এক সময় দেখা গিয়েছে নিরাপত্তারক্ষীদের কারণেই ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছেন ছোট চেহারার মেসি। তাঁকে দেখতে না পেয়ে মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছিল। কেন মাঠের মধ্যে এতজন কেন্দ্রের নিরাপত্তারক্ষী রইলেন? মুম্বইয়ে কিংবা হায়দরাবাদে তা ছিল না! তাহলে কি ধরে নিতে হবে মেসির হায়দরাবাদ ও মুম্বইয়ের অনুষ্ঠান সফল করে বাংলার অনুষ্ঠান ঘেঁটে দেওয়া চক্রান্ত হয়েছিল?

আরও পড়ুন-দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় নিহত ছাত্রী, গ্রেফতার ২

Latest article