বিমানে বোমাতঙ্ক জেলে গেল অভিযুক্ত

Must read

প্রতিবেদন : চেন্নাইয়ের বাসিন্দা রঞ্জিত (Ranjit)। শনিবার সকালে তাঁর পরিবারের সদস্যরা সকলেই দুবাই যাচ্ছিলেন। পরিবারের সঙ্গে রঞ্জিতও যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে ফেলে রেখেই বাকিরা দুবাইগামী বিমানে চেপে বসেন। এ ঘটনায় ক্ষিপ্ত রঞ্জিত চেন্নাই বিমানবন্দরের কন্ট্রোল রুমে ফোন করে বসেন। তিনি জানান, দুবাইগামী বিমানে বোমা রাখা আছে। সেই ফোন পেয়েই হুলস্থুল কাণ্ড শুরু হয়ে যায়। যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। তবে তন্নতন্ন করে খুঁজেও বিমানে কোনও বোমা পাওয়া যায়নি। তল্লাশি শেষে ছ’ঘণ্টা পর ১৮০ জন যাত্রী নিয়ে বিমানটি চেন্নাই বিমানবন্দর থেকে দুবাই উড়ে যায়। আতঙ্ক ছড়ানোর অপরাধে ফোনের লোকেশন ট্র্যাক করে রঞ্জিতকে (Ranjit) গ্রেফতার করা হয়।
দুবাইগামী বিমানটির সকাল ৭টা ২০মিনিটে ওড়ার কথা ছিল। কিন্তু বিমান ওড়ার আধঘণ্টা আগে বিমানবন্দরের কন্ট্রোল রুমে ফোন করে রঞ্জিত জানান, দুবাইগামী ওই বিমানে বোমা রয়েছে। এই ফোনের পর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড ও পুলিশকে।

আরও পড়ুন: বাংলাদেশের সড়ক দিয়ে ভারতে পৌঁছচ্ছে জ্বালানি

Latest article