সংবাদদাতা, আসানসোল : প্রচারে বেরিয়ে নিজের দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়লেন আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। শনিবার কুলটির এলসি মোড় থেকে কেন্দুয়া বাজার হয়ে কুলটি থানা মোড় পর্যন্ত রোড শো করেন সুরিন্দর। কিন্তু কেন্দুয়া বাজারে দলের পতাকা হাতে নিয়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থকই তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। এক বিক্ষোভকারী জিসান কুরেসি প্রকাশ্যে অভিযোগ করেন, কুলটির বর্তমান বিজেপি বিধায়ক গরুপাচারে যুক্ত। এছাড়াও আরও নানা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত তিনি।
আরও পড়ুন-ষোলো আনা বাঙালি
সেই কারণে কুলটিবাসী লোকসভা ভোটে বিজেপি প্রার্থীকে ভোট দেবেন না। জিসান নিজেকে গত পুরভোটে দলের প্রার্থী ছিলেন বলেও দাবি করেন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় কেন্দুয়া বাজার এলাকায়। সাংবাদিকরা বিক্ষোভের ছবি তুলতে গেলে কিছু বিজেপি কর্মী লাঠি উঁচিয়ে তাঁদের দিকে তেড়ে গিয়ে ছবি তুলতে বাধা দেয়। শেষ পর্যন্ত সাংবাদিকদের প্রতিরোধে সবাই পিছু হটতে বাধ্য হয়। বিষয়টি নিয়ে সরাসরি বিজেপি প্রার্থী আলুওয়ালিয়াকে জিজ্ঞাসা করলে তিনি জানান, খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ তাঁর নাম ঘোষণা করেছেন। দলের এই কর্মীরা বুঝতে চাইছেন না যে প্রার্থী হিসেবে কেন কাকে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে রোড শোয়ে বেশ কিছু নাবালক শিশু পতাকা হাতে অংশ নেয়। যা নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে বলে মনে করে রাজনৈতিক মহল।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…