তীব্র তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই মিলল স্বস্তির খবর। আজ, বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। কলকাতা ছোঁবে ৪০ ডিগ্রিতে। এরই মধ্যে বৃষ্টিরও পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার হাওয়া অফিস জানায়, সপ্তাহান্তের শুরুতেই রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলবে টানা তিনদিন, রবিবার পর্যন্ত। শুক্রবার থেকে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সংলগ্ন এবং উপকূলবর্তী চার জেলায়। মৌসম ভবনের পূর্বাভাস, শুক্রবার থেকেই বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা দুর্যোগ তার পথ পরিবর্তন শুরু করবে। এখনও বঙ্গোপসাগরে সেটি সুস্পষ্ট নিম্নচাপ হিসাবেই অবস্থান করছে। তবে মঙ্গলবার থেকেই শক্তি আরও বাড়তে পারে। নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে আবহাওয়া দফতরের একটি মডেল অনুযায়ী বুধবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তারপর সেটি বাংলাদেশ এবং মায়ানমারের দিকে ঘুরে যেতেও পারে। কিন্তু এগুলো সবই সম্ভাবনা, ফলে যে কোনও মুহূর্তে হিসাব গুলিয়ে যেতে পারে বলে আগেই জানিয়ে রেখেছে মৌসম ভবন। আপাতত উপকূলবর্তী দুই ২৪ পরগনা আর মেদিনীপুরে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। কাকতালীয়ভাবে ওই দিনই অর্থাৎ ১২ মে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। সেক্ষেত্রে শুক্রবার ঘূর্ণিঝড় মোকা বঙ্গোপসাগরের উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে মুখ ঘোরাতে পারে। আর ওই দিন থেকেই বৃষ্টি শুরু হতে চলেছে বাংলার উপকূলে। আবহাওয়া দফতর জানাচ্ছে, যেহেতু মোকা এখনও তৈরিই হয়নি, তাই তার শক্তি এবং গতিপথ নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা মোকার প্রভাবেই হবে কি না তাও এখনই বলা যাচ্ছে না।
কোন পথে মোকা
বুধবার নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়
বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান
শুক্রবার দুর্যোগের পথ পরিবর্তন
মোকার প্রভাবে বাড়বে তাপমাত্রা
কলকাতায় তাপমাত্রা ছোঁবে ৪০ ডিগ্রি
উত্তরবঙ্গে বাড়তে পারে ২-৩ ডিগ্রি
আবহাওয়া দফতরের মতে, এখনও যেহেতু মোকা তৈরিই হয়নি, তাই তার শক্তি এবং গতিপথ নিয়ে স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। সপ্তাহান্তে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা মোকার প্রভাবেই হবে কি না তাও বলা যাচ্ছে না।
আরও পড়ুন- কৃষি দফতরের প্রতিনিধিদের নিয়ে জেলায় চালু কন্ট্রোল রুম, ঝড়ের সতর্কতায় হচ্ছে ফসল তোলা