মুখ্যমন্ত্রীর নির্দেশে উন্নয়ন কর্মসূচিতে গতি আনতে তৎপর প্রশাসন

পর্যালোচনা বৈঠকে এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে দ্রুত থমকে থাকা উন্নয়নমূলক কর্মসূচিগুলি রূপায়ণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Must read

সুনীতা সিং l পূর্ব বর্ধমান: ৪ মাস ধরে লোকসভা ভোটের জন্য জেলায় জেলায় থমকে ছিল একাধিক উন্নয়নমূলক কর্মসূচি। পর্যালোচনা বৈঠকে এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে দ্রুত থমকে থাকা উন্নয়নমূলক কর্মসূচিগুলি রূপায়ণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর নির্দেশ মিলতেই পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আইয়ার ব্লকে ব্লকে কেন থমকে কাজ, সমস্যা কোথায় তা খতিয়ে দেখতে পরিদর্শন শুরু করলেন। মঙ্গলবার তিনি আউশগ্রাম ১ ও ২ ব্লক পরিদর্শনে যান। ব্লকের নানা উন্নয়নমূলক কর্মসূচি পরিদর্শনের সঙ্গে সঙ্গে খতিয়ে দেখেন দুয়ারে রেশন প্রকল্প, কৃষক বাজার, স্বয়ম্ভর গোষ্ঠীগুলির কাজ-সহ কোল্ড স্টোরেজ ও পর্যটন কেন্দ্রগুলি। জেলাশাসক আউশগ্রাম ১ ব্লকের কৃষক বাজার থেকে পরিদর্শন শুরু করেন। পরে তিনি উক্তা অঞ্চলের বট্টগ্রাম হাইস্কুলের কাছে একটি রেশন দোকানে যান পরিদর্শন করতে। তারপরে কাছাকাছি একটি কোল্ড স্টোরেজেও যান।

আরও পড়ুন-বৃষ্টির অভাবে বীজতলা শুকিয়ে ধানের ফলন কমার দুশ্চিন্তায় চাষিরা

এরপর তিনি একে একে আউশগ্রাম ১ ব্লকের গুসকরায় ভূমি আধিকারিকের অফিসেও গিয়ে অফিসের বিভিন্ন কাজ নিয়ে খোঁজখবর নিতে দেখা যায় তাঁকে। ব্লক অফিসের স্থানীয় হস্তশিল্পের দোকানও ঘুরে দেখেন তিনি। এরপর চলে যান আউশগ্রামের দিকনগরে জগন্নাথ মন্দিরে। সেখানে গ্রামবাসীরা জেলাশাসককে কাছে পেয়ে মন্দিরের একটি শেড সরকারিভাবে করে দেওয়ার আবেদন জানালে জেলাশাসক পাশে থাকা আউশগ্রাম ১ ব্লকের বিডিও কামরুল ইসলামকে তৎক্ষণাৎ নির্দেশ দেন শেডটি করে দেওয়ার জন্য। জেলাশাসকের সঙ্গে ছিলেন এসডিও নর্থ তীর্থঙ্কর বিশ্বাস-সহ জেলার অন্য আধিকারিকরা। জেলাশাসক কড়াভাবে নির্দেশ দেন, কোনও অজুহাতেই উন্নয়নমূলক কাজে ঢিলেমি দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব রূপায়ণ করতে হবে। অযথা দেরি করা যাবে না। একই সঙ্গে কাজের মান নিয়েও আপস করা হবে না বলেও জানিয়ে দেন জেলাশাসক। কাজের মান নিয়ে অভিযোগ থাকলে তা দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দেন। জেলাশাসক জানান, কাজের গতি কোথায় থমকে, কাজ ঠিকঠাক হচ্ছে কি না, সময়মতো মানুষ পরিষেবা পাচ্ছেন কি না, সর্বোপরি কোথায় কোথায় আর কী কী করার প্রয়োজন, তা সরেজমিনে খতিয়ে দেখতেই এই পরিদর্শন। কোথাও সামান্য সমস্যা আছে। তবে সেগুলো দ্রুত মিটিয়ে নিয়ে কাজ শেষ করতে বলা হয়েছে। প্রতিদিনই একটি একটি করে ব্লকে এই ধরনের ভিজিট করা হবে।

Latest article