বঙ্গ

বিপর্যয় মোকাবিলায় ঝাঁপিয়ে পড়ল প্রশাসন

প্রতিবেদন: লাগাতার বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম। প্রবল বর্ষণে পাহাড়ি রাস্তাগুলিতে ধস নেমে বন্ধ। দার্জিলিং জেলার মিরিক ও সুখিয়াপোখরিতে ধসে চাপা পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে শিশু-সহ অন্তত ২৯ জনের। নিখোঁজ বহু। এই আবহে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে ত্রাণ ও উদ্ধার কাজে নেমেছে পুলিশ, প্রশাসন।
উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে নবান্নে কড়া নজরদারি চলছে। মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকারের একটি বিশেষ টিম রবিবারই রওনা হয়ে গিয়েছে উত্তরবঙ্গের উদ্দেশে। ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। রাস্তায় আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ চলছে। দার্জিলিং পুলিশ জানিয়েছে, ধসের কারণে কিছু রাস্তায় যান চলাচল ব্যাহত হলেও দ্রুত পরিষ্কার করার কাজ চলছে। পর্যটক ও স্থানীয়রা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন দার্জিলিং পুলিশ কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুমের নম্বর হল ৯১৪৭৮-৮৯০৭৮।

আরও পড়ুন-আজ উত্তরে মুখ্যমন্ত্রী

জেলাগুলিকে পর্যাপ্ত ত্রাণ মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতর সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। উত্তরবঙ্গে এখন মূল লক্ষ্য— দ্রুত উদ্ধার, প্রয়োজনীয় ত্রাণ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এরই মধ্যে আটকে থাকা পর্যটকদের ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য পরিবহণ দফতর। পর্যটকদের জন্য কলকাতা ফেরার বিনামূল্যে নাইট সার্ভিস চালু করছে এনবিএসটিসি। ইতিমধ্যে তিনটে বাস বুক হয়েছে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। শুকনায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে প্রধাননগর থানার সহযোগিতায় একটি পুলিশ বুথ করা হয়েছে। বুথ থেকে পাহাড় থেকে নেমে আসা যাত্রীদের পানীয় জল, বিস্কুট, কেক দেওয়া হয়। পর্যটকদের হাতে তুলে দেন পুলিশ কমিশনার থেকে ডেপুটি পুলিশ কমিশনার এবং প্রধান নগরথানার আইসি-সহ অন্যরা। শিলিগুড়ির মাটিগাড়া ১ নং ব্লকের প্রমোদনগর ও বিনয়নগর আঠের ঘাই অঞ্চলের ৬টি বাড়ি জলের তলায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান দার্জিলিং জেলা তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ। দূর্গতদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি। মন্ত্রী বুলুচিক বড়াইক রবিবার ক্রান্তি ব্লকের প্লাবিত এলাকায় উপস্থিত হন। ভেলায় চড়ে তিনি নেমে পড়েন জলমগ্ন গ্রামে এবং উদ্ধারকাজে অংশ নেন।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

10 hours ago